অন্যান্য UPI App গুলিকে টক্কর দিতে টাটা গ্রুপ লঞ করল তাদের নিজস্ব পেমেন্ট প্লাটফর্ম, নাম Tata Pay Payment. এই তথ্য প্রযুক্তির যুগে দৈনন্দিন জীবনে কম বেশি আমরা সকলেই UPI App গুলি ব্যবহার করে থাকি। এবার টাটা গ্রুপস লঞ্চ করতে চলেছে তাদের নিজস্ব পেমেন্ট সিস্টেম। রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চলতি বছর অর্থাৎ 2024 সালের 1st জানুয়ারি সমস্ত আগ্রিগেটর লাইসেন্সে পেয়ে গিয়েছে এটি।
Tata Pay Payment New UPI App of Tata Groups
এই সমস্ত বিষয়টি আজকের প্রতিবেদনের মাধ্যমের বিস্তারিত জেনে নিন। 2022 সালে টাটা ইন্ডাস্ট্রি মার্কেটে তাদের নিজস্ব আপ্লিকেসান চালু করেছিল। ICICI ব্যাংকের সাথে টাইআপ করে ইউ-পি-আই এর মাধ্যমে লেনদেন করা হত। কিন্তু সমস্ত আগ্রিগেটর প্রাপ্ত এই অ্যাপটির মাধ্যমে এবার থেকে সম্পন্ন হবে ব্র্যান্ডের সমস্ত লেনদেন।
মার্কেট এ Google pay, Paytm, Phone Pe সহ অন্যান্য UPI App গুলিকে টক্কর দিতে আসছে Tata Pay Payment নামক এই অ্যাপটি। বলাই বাহুল্য এই অ্যাপটি টাটা গোষ্ঠীর উইংস। আগেও একবার টাটা গ্রুপ প্রিপেইড পেমেন্ট ব্যবসা শুরু করেছিল। তবে এক্ষেত্রে তেমন কোন উন্নতি করতে পারেনি এই সংস্থা। এই কারণে 2018 সালে নিজেদের প্রিপেইড পেমেন্ট ব্যবসার লাইসেন্স জমা দিয়ে দিয়েছিল টাটা গ্রুপ।
আবার পুনরায় তারা শুরু করতে চলেছে UPI পেমেন্ট প্ল্যাটফর্ম। দীর্ঘ অপেক্ষার পর Tata Pay তাদের লাইসেন্স পেয়েছে। PA লাইসেন্সের মাধ্যমে যে কোন কোম্পানি অনলাইনে লেনদেন করার অনুমতি পায়। এই লাইসেন্স ব্যবহার করে টাটা গ্রুপ তাদের তহবিল পরিচালনা করার অনুমতি পেয়েছে। টাটা গ্রুপের দ্বিতীয় পেমেন্ট ব্যবসা হতে চলেছে Tata Pay Payment. ইতিমধ্যে এই সংস্থাটি হোয়াইট লেভেল এটিএম লাইসেন্স পেয়ে গিয়েছে।
কোম্পানির তরফ থেকে এই ব্যবসার নাম দেওয়া হয়েছে Indicash. অবশ্যই নতুন প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করেই এই অ্যাপ আরও উন্নততর রুপে দেখা যাবে। এর মাধ্যমে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামীণ ঞ্চল গুলিতে কাজ করতে পারবে সংস্থা। টাটা গ্রুপ ভারতীয়দের কাছে বরাবর ভরসার জায়গা অর্জন করে চলেছে, তাদের কাজের দ্বারা, তাদের নতুন নতুন কর্ম প্রচেষ্টার মাধ্যমে জন সাধারনে কাজের সুযোগ তৈরি এবং কাজ পরবর্তী সেবার মাধ্যমে।
1st ডিসেম্বের থেকে নিষ্ক্রিয় হতে চলেছে সবার গুগল একাউন্ট! Gmail
সুতরাং টাটা গোষ্ঠীর এই নতুন উদ্ভাবনী মার্কেটএ থাকা অন্যান্য UPI গুলিকে কততা টক্কর দেবে? আদৌ কি এটি বাজারে টিকে থাকবে? এটাই লক্ষ্য নীয় বিষয়। এই প্রসঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। টেকনলজি ও এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমদের প্রতিবেদন গুলি ফলো করুন।