কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে একাধিক প্রকল্প এনেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো স্বাস্থ্য সাথী (Swastha Sathi) প্রকল্প। রাজ্যের গরিব মানুষরা যাতে বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন সে জন্য মুখ্যমন্ত্রী এই বিশেষ প্রকল্পের সূচনা করেছিল। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্য সাথী কার্ড সকলের জন্য করে দেওয়া হয়। বর্তমানে রাজের সকল মানুষ এই কার্ডের সুবিধা নিয়ে বিনামূল্যে চিকিৎসা করিয়ে থাকেন।
Swastha Sathi Scheme Benifits New Update
গত কয়েক বছরে স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে রাজ্যের কোটি কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা করাতে পেরেছেন। এই কার্ড ব্যবহার করে যে মানুষ খুবই উপকৃত হয়েছে তা বলাই বাহুল্য। তবে এবার স্বাস্থ্য সাথী কার্ডে আনা হলো বদল। এই কার্ডের ক্ষেত্রে কমানো হলো সুবিধা। পরিবর্তিত নিয়ম বদলে নতুন নিয়ম জারি করেছে স্বাস্থ্য দপ্তর। কোন কোন নিয়মের ক্ষেত্রে পরিবর্তন করা হলো? চলুন বিস্তারিত জেনে নিন।
স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকার স্বাস্থ্য সাথী (Swastha Sathi) কার্ডের উপর একাধিক সুবিধা কমানো হয়েছে। এর ফলে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পূর্বের নিয়ম অনুযায়ী স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে সরকারি সহ বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করানো যেত। তবে নতুন নির্দেশিকায় কমছে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা। নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতাল থেকে অস্ত্রোপচার করা যাবে না। কার্ডের মাধ্যমে হাড়ের অস্ত্রোপচার করাতে হলে যেতে হবে সরকারি হাসপাতালে।
তবে এই নিয়ম সকলের জন্য কার্যকর হবে না। যে সমস্ত রোগী পথদুর্ঘটনায় আহত হবেন, তারা কার্ড ব্যবহার করে বেসরকারি হাসপাতাল থেকে অস্ত্রোপচার করতে পারবেন। এছাড়া যদি কোনো সরকারি হাসপাতালে উপযুক্ত চিকিৎসা পরিকাঠামো না থাকে তাহলে ঐ রোগীকে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য রেফার করা হবে। এক্ষেত্রে রেফারেল সার্টিফিকেট দেখিয়ে বেসরকারি হাসপাতাল থেকে অস্ত্রোপচার করা যাবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকা প্রতিটি জেলা অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অবশ্যই পড়ুন » PM Kisan Samman Nidhi: কিষাণ যোজনায় কৃষক বন্ধুদের এবার ডবল টাকা দেওয়ার ঘোষণা। কত টাকা পাবেন?
এই পরিবর্তন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে জেনে রাখা দরকার কেন এই নিয়মের পরিবর্তন করা হলো। আসলে রেশন, শিক্ষার মতো স্বাস্থ্য সাথী প্রকল্পও জড়িয়ে পড়েছে দুর্নীতিতে। একদল অসৎ মানুষ অতিরিক্ত অর্থ লাভ করতে স্বাস্থ্য সাথী (Swastha Sathi) নিয়েও দুর্নীতি করে চলেছেন। দুর্নীতি রুখতে রুখতে এই পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন তথা রাজ্য সরকার।