Teacher Recruitment 2024 – BEd পাশ প্রার্থীরা কি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন না? কি নির্দেশ দিলো আদালত?

Share:

Teacher Recruitment: বড় খবর! প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে এল নতুন আপডেট। বিএড করা চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তাদের নিজেদের অবস্থান ঠিক কী হবে পরিষ্কার করে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

Teacher Recruitment

কি নির্দেশ দিল আদালত?

সুপ্রিম কোর্টের রায়দানের পর পরিষ্কার হয়ে গিয়েছে, বিএড করা ডিগ্রিধারী চাকরিপ্রার্থীদের অবস্থান। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেখা যাচ্ছে বিএড করা চাকরি প্রার্থীরা প্রাথমিকে আর বসতে পারবেন না। ফলে নতুন করে আর প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে পারবেন না তারা। এর পাশাপাশি আগে বিএড করেছেন যারা তাদেরকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০২৩ এর আগস্ট মাসের আগে অবধি যারা বিএড করে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে বৈধ।

৮ই এপ্রিল বিএড vs ডিএলএড এর ক্লারিফিকেশন মামলার শুনানির দিন ছিল। সেখানেই আদালত নিজের স্পষ্ট বক্তব্য জানিয়েছে। আদালত তার নির্দেশ অনুযায়ী জানিয়েছে ১১ই আগস্ট ২০২৩ এর আগে পর্যন্ত যে সমস্ত চাকরিপ্রার্থীরা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক পদে নিয়োজিত রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে (Teacher Recruitment)।

আরও পড়ুন: WBCHSE Syllabus 2024 – এবারের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস। যুক্ত হচ্ছে নতুন টপিক। মাধ্যমিক পরীক্ষার্থীরা শুনলে খুশি হবে।

গত ২০১৮ সালের এনসিটি বিজ্ঞপ্তি এর আগেই খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এই বিজ্ঞপ্তি নিয়ে জানায় সারা দেশে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরাও হতে পারবে প্রাথমিক শিক্ষক। তবে শিক্ষকতায় নিয়োগের পর প্রায় ছ’মাস একটি ব্রীজ কোর্স করতে হবে তাদের। বিচারপতি সঞ্জয় কিষাণ এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে এই রায়ের ফল ওই নির্দেশ খারিজ হয়ে গিয়েছিল (Teacher Recruitment)।

BEd পাশ প্রার্থীরা কি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন না?

প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড করা চাকরিপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন অনেক জায়গা থেকেই এমনটাই দাবি তোলা হচ্ছিল। এই দাবি উল্লেখ ছিল বিভিন্ন রাজ্য থেকে দায়ের করা একাধিক মামলা। সমস্ত কিছু খতিয়ে দেখে রাজস্থানের হাইকোর্ট ডিএলএড প্রার্থীদের দিকেই রায়দান করেছিলেন। যদিও হিমাচল প্রদেশের হাইকোর্ট এমন রায় দেয়নি (Teacher Recruitment)।

সুপ্রিম কোর্টের জয় হয়েছে ডি এল এড করা চাকরিপ্রার্থীদেরই। ২০১৮ সালের ২৮ জুন এনসিটিই এর জারি করা গেজেট বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করে দিয়েছিল তখন। যার ফলে বড় জয় মিলে ছিল ডিএলএড করা চাকরি প্রার্থীদের। ভারত সরকারের বিএড এবং এনসিটি এর আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।

বিএড পাশ করা শিক্ষকদের পদে নিয়োগের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে বলেছে, তারা মনে করেন ১১ই আগস্ট ২০২৩ তারিখে এই বেঞ্চের দেওয়া রায় কার্যকর হবে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা কোনও আদালত দ্বারা আরোপিত শর্ত ছাড়াই এই চাকরি পেয়ে গিয়েছিলেন। ছিলেন নিয়মিত নিয়োগে। যেখানে এটি ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএড রাখা হয়েছিল। এই কারণেই তাদের চাকরি থেকে কোনোভাবে বিঘ্নিত হবে না (Teacher Recruitment)।

সুপ্রিম কোর্ট এই বিষয়ে আরো জানিয়েছে বিএড আবেদনকারীরা, দাবি করেছিলেন যে তারা নিয়োগ কারি কর্তৃপক্ষের দ্বারা প্রণীত যোগ্যতার মানদণ্ড অনুসারে তাদের চাকরিতে ইতিমধ্যে প্রবেশ করেছেন তাই যথাযথভাবে তাদের চাকরি থাকা উচিত। সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিংয়ের অনুরোধে বেঞ্চ মৌখিক মন্তব্য করেছিল এর আগে শুধুমাত্র মধ্যপ্রদেশ রাজ্য নয়, মানতে হবে সমগ্র দেশের সব জায়গায়।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment