Sukanya Samriddhi Yojana হল মহিলাদের জন্য এক অভিনভ প্রকল্প। জাতির উন্নতির জন্য শিক্ষিত হতে হবে মহিলাদের। আর সেই কারণে নারীশিক্ষার উন্নতির জন্য কেন্দ্র সরকার একের পর এক নতুন প্রকল্পের সূচনা করেই চলেছে। এমনই একটি প্রকল্প হল Sukanya Samriddhi Yojana. এই প্রকল্পের আওতায় আপনারা নিজের কন্যা সন্তানের জন্য ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন। আর সে প্রাপ্তবয়স্ক হলে 5 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। কিন্তু কিভাবে এই প্রকল্পর জন্য আবেদন করবেন? চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।
Sukanya Samriddhi Yojana in 2023 Online Apply
আগেকার সময়ে মেয়ে জন্ম হলেই মা-বাবার চিন্তা শুরু হয়ে যেত বিয়ে নিয়ে। এখন চিন্তা হয় পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে। নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ চিন্তা মুক্ত করতে এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারেন। এই Sukanya Samriddhi Yojana প্রকল্পের দৌলতে আপনার কন্যা সন্তানের পড়াশোনা থেকে শুরু করে বিবাহ কোন কিছু নিয়েই আর চিন্তা করতে হবে না আপনাদের। দেশের প্রতিটি কন্যাকে সুস্থ আর স্বাভাবিক জীবন দেওয়ার জন্য শিক্ষিত করা ভীষণ জরুরী।
তাই রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পের সূচনা করা হয়েছে মেয়েদের জন্য। কিন্তু সরকারের তরফ থেকে কন্যা সন্তানদের সার্বিক কল্যাণের কথা মাথায় রেখে চালু করা হয়েছিল ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প। আর রাজ্য সরকার চালু করেছে কন্যাশ্রী ও রুপশ্রীর মতো একাধিক প্রকল্প। এইসব প্রকল্পের দৌলতের কন্যা সন্তানদের পড়াশোনা থেকে বিয়ে সবকিছুতেই বেশ খানিকটা সুবিধা হয়েছে।
Sukanya Samriddhi Yojana
কন্যা সন্তানের 10 বছর হওয়ার আগে এই যোজনার আওতায় বাবা-মায়েরা একাউন্ট খুলতে পারবেন। আপনারা পোস্ট অফিস অথবা ব্যাংকে এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রতিবছর নূন্যতম 250 টাকা করে একাউন্টে জমা করতে হবে। আর বার্ষিক 8 শতাংশ হারে সুদ পাবেন।
Sukanya Samriddhi Yojana সুবিধাগুলি
১. এই যোজনার আওতায় কন্যা সন্তানের 21 বছর বয়স পর্যন্ত টাকা জমা করতে হয়। তবে যদি কেউ 15 বছর বয়সে অ্যাকাউন্ট বন্ধ করতে চায় তাহলে তা করতে পারবে। সেই সময় যতটুকু সুদ দাঁড়াবে সম্পূর্ণটাই আসল টাকার সাথে দিয়ে দেওয়া হবে।
গরিব কৃষকদের জন্য সুখবর! সরাসরি 10 হাজার টাকা পেয়ে যাবে নিজের একাউন্টে।
২. কন্যা সন্তানের 15 বছর বয়স হলে আপনারা 50 শতাংশ টাকা তুলে নিতে পারবেন। আর বাকি টাকা 21 বছর বয়স হওয়ার পর তুললেও 15 লাখ টাকাই পাবেন।
৩.বার্ষিক 8 শতাংশ হারে সুর দেওয়া হয়।
৪. প্রতিবছর ন্যূনতম 250 টাকা করে একাউন্টে জমা করতে হয়। আর মেয়াদ পূর্তিতে 15 লাখ টাকা পাওয়া যায়।
Sukanya Samriddhi Yojana আবেদন করার শর্ত
১. কন্যা সন্তানকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
২. প্রতিবছর নূন্যতম 250 টাকা জমা করতে হবে।
৩. একটি পরিবারের সর্বোচ্চ 2 জন কন্যা সন্তানের নামে এই অ্যাকাউন্ট খোলা যাবে।
৪. কন্যা সন্তানের বয়স 10 বছরের কম হতে হবে।
লক্ষ্মীর ভাণ্ডারের আদলে নতুন প্রকল্প শুরু করবে কেন্দ্রীয় সরকার। মহিলারা কত টাকা বেশি পাবে?
আবেদন পদ্ধতি
এই Sukanya Samriddhi Yojana প্রকল্পে আবেদন করার জন্য সমস্ত নথি নিয়ে নিকটবর্তী যেকোনো সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অথবা পোস্ট অফিসে যেতে হবে। এরপর তাঁরাই সম্পূর্ণ কাজ করে দেবেন। আপনারা কন্যা সন্তানের 10 বছর হওয়ার আগে যে কোন সময় এই প্রকল্পের আওতায় একাউন্ট খুলতে পারবেন।
written By Aindrila Dhani.