Internship Scheme – রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে ইন্টার্ন, বেতন 10 হাজার।

Share:

Internship Scheme: বর্তমানে চাকরির যা অবস্থা তা আপনাদের কাছে লুকিয়ে নেই। রাজ্যজুড়ে আজ লক্ষাধিক বেকার যুবক যুবতী রয়েছে। তাদের চাকরির পথ বন্ধ করে দিল রাজ্য সরকার। তার বদলে এবার থেকে ইন্টার নিয়োগ করা হবে। তাহলে কি আর স্থায়ী সরকারি চাকরি পাওয়া যাবে না? ইন্টার্ন দিয়েই চলবে সরকারি দপ্তর! রাজ্য সরকারের এই সিদ্ধান্তে চাকরির সুযোগ হতে চলেছে পশ্চিমবঙ্গের লক্ষাধিক যুবক ও যুবতী। রাজ্য সরকার কেন এই সিদ্ধান্ত নিল? জেনে নিন আজকের প্রতিবেদনে।

ADVERTISEMENTS

Internship Scheme

পশ্চিমবঙ্গে এবার থেকে হবে Internship Scheme প্রত্যেক মাসে 10 হাজার টাকার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে ইন্টার্ন। 2 হাজার 500 জন ইন্টার্ন প্রত্যেক বছর নিয়োগ করা হবে। এই সম্বন্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, রাজ্যে একাধিক প্রকল্প চলছে। ফলে রাজ্যের কোষাগারে টাকা আজ সীমিত। তাই রাজ্যের পক্ষে স্থায়ী চাকরির দায়িত্বভার এই মুহূর্তে সামলানো সম্ভব নয়।

তাই তারা ইন্টার্ন প্রার্থীদের দিয়ে রাজ্য সরকারের দপ্তরগুলির যাবতীয় কাজকর্ম চালাতে চাইছেন। অপরদিকে পশ্চিমবঙ্গ পুলিশের বিপুল পদে একাধিক শূন্য পদ রয়েছে। সেই দিকে কোনো খেয়াল নেই রাজ্য সরকারের। আবার শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। প্রায় 6 লাখ শূন্য পদ রয়েছে রাজ্যের স্কুলগুলিতে। এবার রাজ্যের সকল স্থায়ী পদগুলির পরিবর্তন করে এবার অস্থায়ী কর্মচারীদের দিয়ে দপ্তর চালাবে রাজ্য সরকার।

ঐক্যশ্রী স্কলারশিপের টাকা কবে পাবে ছাত্রছাত্রীরা? এক ক্লিকে জেনে নিন।

পশ্চিমবঙ্গে Internship Scheme এর ভবিষ্যৎ কী?
এখন রাজ্যে স্থায়ী চাকরির বদলে অস্থায়ী চাকরিতে নিয়োগ করা হবে যুবক যুবতীদের। বেশ কিছুদিন ধরে ঠিকা কর্মী দিয়ে কাজ চালাচ্ছে অনেকে‌। বলা চলে বর্তমান ট্রেন্ড এটাই। এই একই অবস্থা ভবিষ্যতে চললে স্থায়ী চাকরি বাজার থেকেই উঠে যাবে। 2022 এর 31 শে জানুয়ারিতে অনুমোদন দেওয়া হয়েছিল রাজ্যের মন্ত্রিসভা বৈঠকে।

তারপর থেকে প্রশাসনিক স্তরে এই নিয়ে আর কোন মন্তব্য শোনা যায়নি। কিন্তু রাজ্যে চাকরির অবস্থা খুব একটা ভালো নয়। সকলের একটাই দাবি ‘চাকরি’। শাসক দল থেকে রাজ্য সরকার সকলেই বুঝে গেছে মানুষ কাজের অধিকার চাইছে‌। তাই ভোটের আগেই ‘চাকরি’ কে হাতিয়ার করেছে রাজ্য সরকার। ভোটের আগে উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম।

সামনেই লোকসভা ভোট। তার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন নতুন প্রকল্পের। এই প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীরা প্রশাসনিক অভিজ্ঞতা পাবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এই বছর থেকে আরেকটি নতুন স্কিম চালু করা হয়েছে। স্কিমটির নাম হল ‘স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম’ (Student Internship Scheme). ইতিমধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে।

মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার বিতরনে জটিলতা! এখনো পেপার পায়নি বহু পরীক্ষার্থী! দায় কার?

ছেলেমেয়েরা যাতে ছোট থেকেই সরকারি কাজের প্রশিক্ষণ নিতে পারে, সেই কারণে এই স্কিমের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকটি পড়ুয়ার হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট। প্রত্যেক বছর 2 হাজার 500 জন পড়ুয়াকে এই টিমের সুযোগ দেওয়া হবে। ইন্টার্নশিপ চলাকালীন পড়ুয়ারা 10 হাজার টাকা করে পারিশ্রমিক পাবে। এর ফলে আর্থিক সক্ষমতার পাশাপাশি প্রশাসনিক ধারণা তৈরি হয়ে যাবে পড়ুয়াদের মধ্যে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment