Scholarship After Madhyamik: ছাত্র-ছাত্রীদের জন্য এবার সুখবর। পড়াশোনা জানলেই পেয়ে যাবেন ২০ হাজার টাকা। কীভাবে করবেন আবেদন? কারা কারা পাবেন এই সুযোগ? সমস্ত এই বিস্তারিত রইল আমাদের আজকের এই প্রতিবেদনে।
Scholarship After Madhyamik 2024
আজকে আমরা যে স্কলারশিপের কথা বলতে চলেছি তার নাম হল ওমরন হেলথ কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রদান করা স্কলারশিপের কথা। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা জনসাধারণের মধ্যে সচেতনতা এবং জীবনযাপন পরিষেবা প্রদান করা হয়ে থাকে এই সংস্থার পক্ষ থেকে। এই সংস্থা সমগ্র ভারতবর্ষ জুড়ে এককালীন ছাত্র-ছাত্রীদের দিয়ে থাকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা।
কারা কারা করতে পারবেন আবেদন? কীভাবে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন? কী কী বিশেষ কাগজপত্র লাগবে? সমস্ত কিছুই বিস্তারিত জানতে আমাদের এই প্রতিবেদন পড়তে থাকুন (Scholarship After Madhyamik)।
স্কলারশিপ এর নাম কী?
স্কলারশিপ এর নাম হল অমরন হেলথ কেয়ার স্কলারশিপ।
কাদের জন্য এই স্কলারশিপ এর ব্যবস্থা?
উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই বিশেষ স্কলারশিপ এর সুবিধা পেয়ে যাবেন (Scholarship After Madhyamik)।
স্কলারশিপের আওতায় বাৎসরিক কত টাকা প্রদান করা হয়ে থাকে?
ওমরন স্কলারশিপের আওতায় ছাত্রছাত্রীরা বাৎসরিক এককালীন ২০ হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে যান।
আবেদনের শেষ তারিখটি রয়েছে?
চলতি বছরের এই স্কলারশিপের আবেদন করার জন্য আবেদনের শেষ তারিখ রয়েছে ৩১শে মে- ২০২৪।
কারা কারা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন?
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অবশ্যই ভারতের কোনও স্বীকৃত উচ্চমাধ্যমিক স্তরের স্কুল থেকে নবম দ্বাদশ শ্রেণীর মধ্যে পড়াশোনা করছেন তারা পারবেন এই স্কলারশিপ পেতে। শিক্ষার্থীদের প্রারম্ভিক শিক্ষাবর্ষের পরীক্ষায় ন্যূনতম শিক্ষার্থীকে পেতে হবে ৭৫ শতাংশ নম্বর। যিনি স্কলারশিপের জন্য আবেদন করছেন তার বার্ষিক আয় কোনওরকমভাবে ৮ লক্ষের বেশি হওয়া চলবে না (Scholarship After Madhyamik)।
এই স্কলারশিপে কত টাকা প্রদান করা হয়ে থাকে?
এই স্কলারশিপ অনুযায়ী ছাত্র-ছাত্রীরা ২০০০০ টাকা পর্যন্ত এককালীন অনুদান পেয়ে থাকেন। শিক্ষার্থীরা এই বৃত্তির টাকা মূলত নিজেদের টিউশন ফি, হোস্টেল ফি, মেস ফি, ভ্রমণ খরচ, বই স্টেশনারি বিভিন্ন ডিভাইস চিকিৎসা বীমা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন (Scholarship After Madhyamik)।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে?
- প্রারম্ভিক শিক্ষা বর্ষের মার্কশিট
- আধার কার্ড
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ
- প্রার্থীরা পারিবারিক আয়ের প্রমাণপত্র
- সাম্প্রতিক কালারিং পাসপোর্ট সাইজের ছবি
কীভাবে এই স্কলারশিপে আবেদন করবেন?
আবেদনকারীকে সবার প্রথমে চলে যেতে হবে বাডি ফর স্টাডির অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে নিজেদের নাম রেজিস্টার করে নিতে হবে। এর জন্য লাগবে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি। তারপর উক্ত স্কলারশিপের অপশনে ক্লিক করতে হবে এবং স্টার্ট অ্যাপ্লিকেশন করে আবেদন প্রক্রিয়ায় শুরু করতে হবে। প্রয়োজনীয় সমস্ত নথি দিয়ে আবেদনকারী কে সমস্ত ডিটেলস ফিলাপ করে নিতে হবে (Scholarship After Madhyamik)।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।