SBI Asha Scholarship: স্কুল, কলেজ সব পড়ুয়াদের টাকা দিচ্ছে। অ্যাকাউন্টে ঢুকবে 20 লাখ টাকা। স্কলারশিপের যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।

Share:

দেশের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি বৃত্তি চালু আছে। তার মধ্যে অন্যতম হল স্টেট ব্যাংক আশা স্কলারশিপ (SBI Asha Scholarship). এই স্কলারশিপে আবেদন করলে আপনারা পাবেন ২০ লাখ টাকা। কিন্তু জানেন কি এই বৃত্তি প্রকল্পে আবেদন করবেন কিভাবে? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

SBI Asha Scholarship 2025

SBI Asha Scholarship হলো SBI Foundation কর্তৃক ঘোষিত একটি জাতীয় স্তরের বৃত্তি কর্মসূচি। মূলত মেধাবী শিক্ষার্থীরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান সেই সকল মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই স্টেট ব্যাংক আশা স্কলারশিপ (SBI Asha Scholarship). এই বিশেষ স্কলারশিপের মূল উদ্দেশ্য হল মেধাবী অথচ আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়া, তাঁদের শিক্ষাকে অব্যাহত রাখতে সহায়তা করা।

সবমিলিয়ে মোট ২৩,২৩০ জন শিক্ষার্থীকে এই বিশেষ স্কলারশিপটি দেওয়া হবে। স্কলারশিপে (SBI Asha Scholarship) বৃত্তির পরিমাণ ১৫,০০০ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে। বৃত্তি প্রকল্পে আবেদনের শেষ তারিখ হল আগামী ১৫ নভেম্বর, ২০২৫।

স্কলারশিপের যোগ্যতা কী কী?

যারা স্কুল শিক্ষার্থী, তাঁদের পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ টাকার মধ্যে। পরবর্তী পরীক্ষায় অন্তত ৭৫% বা ৭.০ CGPA থাকতে হবে। যারা কলেজ/বিশ্ববিদ্যালয় পড়েন তাঁদের বার্ষিক আয় হতে হবে ৬ লক্ষ টাকার মধ্যে। এই প্রার্থীদের পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৭৫% বা ৭.০ CGPA থাকতে হবে। আর যারা IIT, IIM, অথবা মেডিক্যাল/বিদেশে উচ্চশিক্ষার অন্তর্গত শিক্ষার্থী, তাঁদের পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৬ লক্ষ টাকার মধ্যে। তাঁদের পরবর্তী পরীক্ষায় অন্তত ৭৫% বা ৭.০ CGPA থাকতে হবে (SBI Asha Scholarship).

আরও পড়ুন: পড়ুয়ারা পাবেন 20,000 টাকা, কীভাবে করবেন আবেদন? জানুন

এই বিশেষ বৃত্তিতে (SBI Asha Scholarship) ছাত্রছাত্রীদের সঙ্গে সংরক্ষিত শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। মূলত মোট বৃত্তির ৫০% মেয়েদের জন্য সংরক্ষিত। আর সংরক্ষিত শ্রেণি যেমন (SC/ST) শিক্ষার্থীদের জন্য বৃত্তির ৫০% বরাদ্দ থাকছে। আর SC/ST প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ১০% ছাড় পাবেন।

আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে?

এই স্কলারশিপে আবেদনের জন্য যে যে নথি লাগবে, সেগুলি হলো-

  • আধার কার্ড
  • প্যান কার্ড (প্রযোজ্য ক্ষেত্রে)
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে।
  • সর্বশেষ শিক্ষাবর্ষের মার্কশিট লাগবে। এছাড়াও দরকার লাগবে,
  • আয়ের প্রমাণপত্র (Income Certificate)
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।

আবেদন জানাবেন কিভাবে?

  • আপনাকে প্রথমে ভিজিট করতে হবে বৃত্তির ওয়েবসাইট (sbiashascholarship.co.in).
  • এরপর হোমপেজে ক্লিক করুন “Apply Now” এই অপশনে।
  • এবার মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
  • এরপর লগ-ইন করুন ও সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।
  • তারপর সমস্ত প্রয়োজনীয় নথি যেমন (মার্কশিট, আয়ের প্রমাণপত্র, পরিচয় পত্র) আপলোড করুন।
  • সবকিছু ঠিকঠাক করে চেক করে নিয়ে সাবমিট করে দিন ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দীপাবলির বিরাট উপহার। ৩৫,৪৪০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র সরকার

উপসংহার

তাই ছাত্রছাত্রীরা এবার দেরি না করে দ্রুত নিজ আবেদন জমা করুন SBI Asha Scholarship বৃত্তি প্রকল্পে।অতি অবশ্যই আবেদন জানানোর আগে সমস্ত শর্তাবলী জেনে নেবেন। আরও এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

শেয়ার করুন: Sharing is Caring!