ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা Savings Account একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবন – যাপনের ক্ষেত্রেে। প্রত্যেকটি মানুষের উপার্জনের একটা নির্দিষ্ট অংশ রাখা উচিত সেভিংসের জন্য। এই অবস্থায় Savings Account গ্রাহকেরা এই টাকা রেখে থাকে সবসময়। এক্ষেত্রে সুরক্ষা তো থাকেই পাশাপাশি থাকে, অনলাইন লেনদেনের সুবিধা। এমনকি কাউকে এমার্জেন্সি টাকা পাঠানোর দরকার হলে তাও হয়ে পাঠানো যায় নিমেষেই। এইসব সুবিধার পাশাপাশি আপনি একটা ভালো অঙ্কের সুদও পেয়ে যান। সব মিলিয়ে বলাই যায় যে, অনেকটাই সহজ হয়েছে মানুষের জীবন ব্যাঙ্কিং ব্যবস্থা আসার পর থেকে।
Savings Account Maximum Limit.
আপনি কি জানেন ঠিক কত টাকা রাখা উচিত অ্যাকাউন্টে? আমরা সাধারণত নিজেদের আয় ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রেখে থাকি। টাকার পরিমান বাড়লে কিছুটা টাকা Fixed Deposit করে থাকি, সেখানে টাকা রাখার লিমিট একদিনে ২৫ হাজার (SBI এর অনুযায়ী)। তেমনি এখন থেকে সেভিংস অ্যাকাউন্টে থাকছে লিমিট। এই বিষয়েই বিস্তারিত জানাবো আজ এই প্রতিবেদনের মাধ্যমে।
Savings Account Benefits
সব জেনে নিন ৫০/৩০/২০ নিয়ম সম্পর্কে:
এটা বেশ বহু প্রচলিত এবং জনপ্রিয় একটি পদ্ধতি। এক্ষেত্রে তিন ভাগে ভাগ করা হয় মোট টাকাকে। সেখানে আপনার প্রয়োজন অনুযায়ী থাকে ৫০ শতাংশ। এরপর আপনার চাহিদা অনুযায়ী থাকে ৩০ শতাংশ। আর সঞ্চয়ের জন্য থাকে বাকি ২০ শতাংশ। এখানে আপনার দৈনন্দিন জীবনের যাবতীয় খরচ হলো প্রয়োজনীয়তা। ‘চাহিদা’ হল সেটা, টাকা যা ব্যায় করা হয় কিন্তু সেটা প্রয়োজন এর মধ্যে পড়েনা। আর যেটা আপনি ভবিষ্যতের জন্য জমিয়ে রাখছেন সেটা হলো সঞ্চয়।
সুদের হার একলাফে অনেকটা বাড়িয়ে দিল ব্যাঙ্ক! পুজোর আগে বিপাকে গ্রাহকেরা
কেন রাখবেন আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা?
যেখানে গ্রাহক তাদের টাকা জমিয়ে রাখে সেটাই Savings Account. এই টাকা মূলত ভবিষ্যতের জন্যই মানুষ জমিয়ে রাখে। অনেকে আবার এখানে টাকা রাখেন নিজের স্বল্পমেয়াদী খরচের জন্যেও।
Savings Account Interest Rate
ব্যাঙ্কে রাখা যাবে কত টাকা:
সূত্রের খবর অনুযায়ী, গ্রাহক ১০ থেকে ৩০ লক্ষ টাকা রাখার অনুমতি পায় সাধারণত কোনো একক আমানত অ্যাকাউন্টের জন্য। আলাদা করে আবেদন করতে হবে গ্রাহককে এর বেশি টাকা রাখতে চাইলে। এবার তাতে যদি কোনো সমস্যা দেখে ব্যাংক, সেক্ষেত্রে ব্যাংক নিষেধাজ্ঞা জারি করতে পারে।
মাসে মাসে অল্প কিছু টাকা জমিয়ে, প্রতিমাসে 12,000 টাকা পাবেন সারাজীবন।
গড়ে কত নগদ রাখা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে:
গ্রাহকেরা মূলত মানি মার্কেট অ্যাকাউন্ট, Savings Account, বিনিয়োগ তহবিলের জন্য ‘কল ডিপোজিট’ অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট এবং প্রিপেইড ডেবিট কার্ড সব মিলিয়ে একজন গ্রাহকের অ্যাকাউন্টে ৪২ হাজার ডলার বা ৩৪৯৭৬৯৭ টাকা রাখতে পারেন সর্বোচ্চ।