হাতেগোনা কয়েকটি দিন। তারপরেই বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা (Durga Puja) শুরু। পুজোর এই পাঁচটি দিনের জন্য বাঙালিরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। এবার পুজোর আসার মুখেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের কর্মচারীদের বেতন (Govt Employees Salary) নিয়ে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে, পুজোর আগেই মিলবে চলতি মাসের বেতন। নবান্নের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে প্রত্যেকটি দপ্তরকে নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন।
নিয়ম অনুযায়ী, প্রত্যেক মাসের শেষ তারিখের একদিন আগে বেতন মেলে সরকারি কর্মীদের। তবে দুর্গা পূজা উপলক্ষ্যে অক্টোবরের বেতন মিলবে পুজো শুরু হওয়ার আগেই। রাজ্যের সরকারি কর্মীদের বেতন নিয়ে এমন খবর সামনে আসতেই খুশির জোয়ার এসেছে সরকারি কর্মীদের (Government Employees) মনে। আজ অক্টোবরের ৪ তারিখ। গত মাসের বেতন ইতিমধ্যেই পেয়েছে রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা। এবার ছুটি পড়ার আগেই হাতে পাবেন অক্টোবরের বেতনও। আজকের মধ্যেই এই বেতনের কাজ শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে নবান্ন।
Big Sale! মাত্র ১০ হাজার টাকায় কিনুন Redmi Note 12 5G, এমন সুযোগ আর পাবেন না
অক্টোবরের ২০ তারিখে পড়েছে মহাষষ্ঠী। এদিন থেকেই শুরু দুর্গা পূজা। ১৯শে অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন কাজ করেই ছুটি পাবেন সরকারি কর্মীরা। এদিকে পুজো পড়েছে অক্টোবরে প্রায় শেষ দিকে অর্থাৎ তৃতীয় সপ্তাহে। আর পুজোর ছুটি শেষ হবে, মাসের শেষে গিয়ে অর্থাৎ ২৯শে অক্টোবর কোজাগরী লক্ষী পূজার পর। আর তাই এই মাসের বেতন ছুটি শুরু হওয়ার আগেই দিয়ে দিতে চাইছে রাজ্য সরকার।
এর আগে ২৭শে সেপ্টেম্বর উক্ত মাসের বেতন হাতে পেয়েছে সরকারি কর্মীরা। ২৮ তারিখ নবী দিবস থাকায় একদিন আগেই ঢুকেছিল বেতন। এবার অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মিলবে অক্টোবরের সম্পূর্ন বেতন। এর ফলে এক সঙ্গে মোটা অংকের টাকা হাতে পাচ্ছে সরকারি কর্মীরা। এতে করে সরকারী কর্মীদের পুজোটা জমজমাটির সঙ্গে কাটবে।
একই প্রক্রিয়া নেওয়া হচ্ছে রাজ্যের সরকারি স্কুলগুলির ক্ষেত্রেও। সুতরাং পুজোর আগে আরও একটা বেতন পেয়ে যাবেন রাজ্যের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা।