চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড কর্মী নিয়োগের (RVNL Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত করলো। একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কারা এই পদের জন্য যোগ্য? কীভাবেই বা আবেদন করতে হবে? সমস্ত বিষয়টা জানতে হলে, প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
RVNL Recruitment 2023
রেল বিকাশ নিগম লিমিটেড সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কর্মী নিয়োগের (RVNL Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, রেল বিকাশের অধীনে ম্যানেজার, অ্যাসিট্যান্ট ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার, এই তিনটি পদ মিলিয়ে মোট ৫০টি শূন্যপদের কর্মী নিয়োগ করা হবে। যেখানে ম্যানেজার পদের জন্য ৯টি, অ্যাসিট্যান্ট ম্যানেজার পদের জন্য ২৫টি এবং ডেপুটি ম্যানেজার পদের জন্য ১৬টি শূন্যপদ রয়েছে। ইলেক্ট্রিক্যাল, সিভিল এবং সিগন্যাল-টেলিকমিউনিকেশন ক্যাটেগরিতে এই নিয়োগ করা হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
(১) ম্যানেজার- রেল বিকাশের অধীনে ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিটেক পাশ করতে হবে।
(২) অ্যাসিট্যান্ট ম্যানেজার- ৫০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিটেক করা থাকলে উক্ত পদের জন্য আবেদন করা যাবে।
(৩) ডেপুটি ম্যানেজার- উক্ত পদে আবেদন করার জন্য টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা
রেল বিকাশের অধীনে ম্যানেজার, অ্যাসিট্যান্ট ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার উক্ত তিন পদে আবেদনের জন্য প্রার্থীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়সীরা এই তিনটি পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
প্রার্থীরা বাড়িতে বসে স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য আবেদনকারীকে প্রথমে রেল বিকাশ নিগম লিমিটেডের অফিসিয়াল https://rvnl.org/job- এ যেতে হবে। এখানে গিয়ে ক্যারিয়ার ক্যাটাগরি বেছে নিয়ে উক্ত তিনটি পদের মধ্যে যে পদে আবেদন করতে চান, সেখানে আবেদন করবেন। সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় নথি গুলি স্ক্যান করে দেবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
(১) আধার কার্ড,
(২) মাধ্যমিকের মার্কশিট,
(৩) উচ্চ মাধ্যমিকের মার্কশিট,
(৪) বিটেক পাশের মার্কশিট,
(৫) কাস্ট সার্টিফিকেট,
(৬) মাধ্যমিক এডমিট কার্ড,
(৭) পাসপোর্ট সাইজের ছবি।
অবশ্যই পড়ুন » SSC Vacancy 2023 – অতিরিক্ত শূন্যপদের তালিকা প্রকাশ করলো SSC. একধাক্কায় পদ বৃদ্ধি হল।
আবেদনের শেষ তারিখ
আগামী ৫ই ডিসেম্বর ‘২৩ তারিখ পর্যন্ত রেল বিকাশ নিগম লিমিটেডে (RVNL Recruitment) উক্ত তিনটি পদে আবেদন করা যাবে।