Rs 2000 Note: আর বাজারে চলবে না ২০০০ টাকার নোট। গত বছর মে মাসের শেষের দিকে এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। সব মানুষকে ফিরিয়ে দিতে বলা হয়েছিল সমস্ত নোট। একটি নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দেওয়ার সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সম্প্রতি এই ২০০০ টাকার নোট নিয়েই সামনে এল বড় আপডেট!
97.69% of Rs 2000 currency notes returned: RBI
19 শে মে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা হয়েছিল। তবে রিজার্ভ ব্যাংকের কাছে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এখনও পর্যন্ত বেশ কিছু শতাংশ নোট তাদের কাছে ফিরে আসেনি। ব্যাংকিং সিস্টেমে জমা পড়েছে। ৯৭.৬৯ শতাংশ নোট। যা ফিরিয়ে দেওয়া হয়েছে গত মাসের মধ্যেই।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রত্যাহার করা নোট গুলির প্রায় 8470 কোটি টাকার নোট এখনো পর্যন্ত রয়ে গিয়েছে জনগণের কাছেই। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এখনো অবধি এতগুলো নোট কোথায় রয়েছে! কোনও মানুষ ভুল করে নাকি ইচ্ছাকৃতভাবে নিজের কাছে রেখে দিয়েছেন! খুব স্বাভাবিকভাবেই ঘনীভূত হচ্ছে এমন ধরনের প্রশ্ন।
এখনো পর্যন্ত কতগুলি বাতিল নোট এসেছেন আরবিআই এর কাছে (Rs 2000 Note)?
এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানাচ্ছে ২০০০ টাকার নোট এখনো অবধি তাদের কাছে ফিরেছে ৯৭.৬৯ শতাংশ।
কত তারিখ পর্যন্ত নোট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল?
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে নোট জমা দেওয়ার সময় সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল ৭ই অক্টোবর ২০২৩ পর্যন্ত (Rs 2000 Note)। আরবিআই এর মোট ১৯টি ব্যাংক অ্যাকাউন্টের অফিসে সমতুল্য অংকের নোট জমা করা হয়েছে ইতিমধ্যে।
কোন কোন ১৯টি আরবিআই এর অফিস ২০০০ টাকার নোট ফেরত নিয়েছে?
- আহমেদাবাদ
- বেঙ্গালুরু
- ভোপাল
- বেলাপুর
- ভুবনেশ্বর
- চন্ডিগড়
- চেন্নাই
- গুয়াহাটি
- হায়দ্রাবাদ
- জয়পুর
- জম্মু-কাশ্মীর
- কানপুর
- কলকাতা
- লখনৌ
- মুম্বাই
- নাগপুর
- মায়া দিল্লি
- পাটনা
- তিরুবন্তপুরম
কীভাবে ২০০০ টাকার নোট বদলাবেন?
যিনি দু’হাজার টাকার নোট বদলাতে চাইছেন তাঁকে চলে যেতে হবে রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে খুঁজে নিতে হবে Form other ফর্মটি। সেটি পূরণ করে নিকটবর্তী যে কোন পোস্ট অফিসে যেতে হবে। এরপর রিজার্ভ ব্যাংকের ১৯টি ইস্যু অফিসের একটিতে গিয়ে আবেদন করে সমস্ত ডকুমেন্ট যুক্ত করে জমা দিতে হবে (Rs 2000 Note)।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak