Jio Recharge Plan – জিও লঞ্চ করলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান, মাত্র 123 টাকায় মিলবে আনলিমিটেড কল ও ডেটা!

Share:

ভারতের সবচেয়ে বৃহত্তম টেলিকম সংস্থা হলো মুকেশ আম্বানির রিলাইয়েন্স জিও। এই সংস্থা গ্রাহকদের কথা মাথায় রেখে মাঝে মধ্যেই নানা ধরণের প্ল্যান (Jio Recharge Plan) বাজারে নিয়ে আসে। সম্প্রতি রিলাইয়েন্স জিও আরোও একটি নতুন রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। এই নতুন প্ল্যানটি একটি প্ৰিপেইড রিচার্জ প্ল্যান। আপনি যদি একজন জিও কাস্টমার হন এবং সস্তা প্ল্যানের খোঁজ করেন, তাহলে এটি হবে আপানার জন্য বেস্ট। জিও-র নতুন প্ল্যান সম্পর্কে বিস্তারিত ভাবে প্রতিবেদন থেকে জেনে নিন।

ভারতের বাজারে জিও লঞ্চ হওয়ার পর থেকে টেলিকম দুনিয়ার ভোল বদল ঘটছে। এক সময় যেখানে এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন রাজ করতো, সেখানে জিও বেশিরভাগ বাজার দখল করেছে। ফলে গ্রাহক ধরে রাখতে এই সমস্ত সংস্থা নিত্যনতুন প্ল্যান নিয়ে আসছেন। পিছিয়ে নেই জিও-ও। দেশের অন্য সব সংস্থাকে টেক্কা দিয়ে খুবই সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে জিও। মাত্র ১২৩ টাকা খরচ করে এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কল সহ ডেটা ব্যবহারের সুবিধা। যে সমস্ত গ্রাহক ইন্টারনেট ও কল এক সঙ্গে ব্যবহার করতে চান, তাদের কথা ভেবেই জিও এই প্ল্যানটি বাজারে এনেছে।

Jio Recharge Plan

প্রসঙ্গত, রিলাইয়েন্স জিও কিছুদিন আগেই লঞ্চ করেছে এন্ট্রি লেবেলের ৪জি মোবাইল জিও ভারত। এই ফোনটির নাম জিও ভারত। মাত্র ৯৯৯ টাকায় পাওয়া যাবে এই ফোনটি। মূলত ভারতকে ২জি মুক্ত করে ৪জি পরিষেবা ছড়িয়ে দেওয়ার জন্য এই ফোনটি লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটিতে জিও সিম চালানোর জন্যই বাজারে আনা হয়েছে সস্তা মূল্যে দুটি রিচার্জ প্ল্যান, যথা ১২৩ টাকা এবং ১২৩৪ টাকার রিচার্জ প্ল্যান।

১২৩ টাকার জিও রিচার্জ প্ল্যান

জিও অফার করছে খুবই সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান, যা পাওয়া যাবে মাত্র ১২৩ টাকায়। এই প্রিপেইড প্ল্যানের বৈধতা ২৮ দিন। যেখানে ইউজাররা দৈনিক ৫০০ এমবি করে ডেটা পাবেন। অর্থাৎ ২৮ দিনে ১৪ জিবি ডেটা দেওয়া হবে। এরই সাথে পাওয়া যাবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। খুবই সস্তায় এতো সুবিধা অন্য কোনো প্ল্যানে পাওয়া যাবে না।

অবশ্যই পড়ুন » Jio Recharge Plan – একটি সিম রিচার্জ করেই চালাতে পারবেন আরও 4 টি সিম, জিওর দুর্দান্ত রিচার্জ প্ল্যানটি সম্পর্কে জেনেনিন

১২৩৪ টাকার জিও রিচার্জ প্ল্যান

জিও ভারত ফোনের জন্য রিলাইয়েন্স জিও একটি বার্ষিক প্রিপেইড প্ল্যানও (Jio Recharge Plan) লঞ্চ করেছে। যেটি পাওয়া যাবে মাত্র ১২৩৪ টাকায়। এই প্ল্যানটি ৩৬৫ দিন বৈধ্য থাকবে। যেখানে দৈনিক ৫০০ এমবি ডেটা অর্থাৎ এক বছরে মোট ১৬৮ জিবি ইন্টারনেট ডেটা মিলবে। এছাড়া এক বছর আনলিমিটেড কলিং পরিষেবা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।

আরোও পড়ুন » SBI FD Rate – বৃদ্ধি পেল ফিক্সড ডিপোজিটে সুদের হার, নতুন সুদের হার সম্পর্কে জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment