শপিং করতে আমারা কে না ভালবাসি। আর এই শপিং এর উপর যদি থাকে ডিসকাউন্ট বা অফার তাহলে তো আর কোন কথাই না। Reliance SBI Credit Card এখন দিচ্ছে সেই সুযোগ। রিল্যায়েন্স ও SBI এনেছেন CO- Branded Credit Card. আমাদের দেশের সব থেকে বড় ব্যাংক State Bank Of India এবার সবাইকে চমকে দিয়ে হাত মেলালেন রিল্যায়েন্স কম্পানীর মালিক মুকেশ আম্বানির সাথে। SBI ও রিল্যায়েন্স মিলে সকল গ্রাহক ও শপিং প্রেমীদের জন্য এক দারুণ চমক এনেছেন। এখন থেকে আপনি কোথাও শপিং করতে গেলে আপনার শপিং করার আনন্দ আরও বেড়ে যাবে।
Reliance SBI Credit Card benefits.
কারণ SBI এর কার্ড মঙ্গলবার থেকে রিল্যায়েন্স রিটেইলের সাহায্যে রিল্যায়েন্স SBI একত্রে একটি CO- Branded Credit Card চালু করছেন যার নাম Reliance SBI Credit Card. তাই যারা শপিং লাভার তারা এই এর সাহায্যে রিল্যায়েন্স রিটেইলের বিভিন্ন আউটলেটে কেনাকাটায় আকর্ষণীয়ও কিছু অফার পেয়ে যাবেন Reliance SBI Credit Card এর মাধ্যমে। তবে এই অফারগুলি পাবেন নির্দিষ্ট কিছু লিমিটের উপর কেনেকাটা করলে।
কার্ডটি রয়েছে কিছু লিমিট। চলুন এই কার্ডটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। রিল্যায়েন্স ও SBI এর একত্রে তৈরি CO- Branded Credit Card টি দুই ভাবে লঞ্চ হয়েছে। একটি হল রিল্যায়েন্স SBI কার্ড। এই কার্ডটিতে গ্রাহকরা 100000 টাকা অবধি ব্যয় করতে পারবেন। এবং অপরটি হল রিল্যায়েন্স SBI কার্ড প্রাইম। এই কার্ডটিতে গ্রাহকরা 300000 টাকা অবধি ব্যয় করতে পারবেন।
এই তারিখের আগেই রেশন-আধার লিঙ্ক করাতে হবে, নাহলে পড়বেন মহাবিপদে
এই কার্ড ব্যাবহারকারিরা নানান ধরনের সুবিধা ও পুরস্কার পাবেন। এছাড়াও কো– ব্র্যান্ডেড ক্রেডিড কার্ডের দ্বারা নানানভাবে কাস্টমাইজড অফারগুলি উপভোগ করতে পারবেন। গ্রাহকরা এই কার্ডটির দ্বারা দৈনন্দিন জিনিস থেকে শুরু করে যেমন ফ্যাশান, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, মুদিখানা, ওষুধপত্র, আসবারপত্র, গহনা, খাবার- দাবার আরও অনেক ব্যাবহারিক জিনিসপত্র কেনা যাবে।
রিল্যায়েন্স সংস্থা থেকে জানা গিয়েছে যে, SBI কার্ডের সাথে আমাদের CO- Branded Credit Card এই প্রতিশ্রুতির দিকে আরও একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। রিল্যায়েন্স SBI কার্ডকে বিশেষ কিছু সুবিধা ও ডিসকাউন্ট সহ ওফার দেওয়ার জন্য কার্ড শিল্পের শীর্ষস্থানীয়রা SBI কার্ডের সাথে অংশীদার করতে পেরে আমরা উচ্ছাসিত। SBI কার্ডের MD ও CO বলেছেন যে, রিল্যায়েন্স ও SBI এর CO- Branded Credit Card টি একটি মূল ভোক্তা প্রাসঙ্গিক বিভাগ গুলির জন্য সামগ্রিক পণ্য হিসাবে ব্যবহার হয়েছে।
CO- Branded Credit Card টি আমাদের পোর্টফলিওতে একটি শক্তিশালী সংযোজন হবে। আমরা সকলেই আশা করি যে, এই CO- Branded Credit Card সবার ব্যাবহারে যোগ্য হওয়ার কারণে এটি একটি জনপ্রিয় ক্রেডিট কার্ড হয়ে উটবে। কারন এই কার্ডের সাহায্যে প্রতিটি গ্রাহকরা খুবই আনন্দের সাথে কেনাকাটা করতে পারবেন ও আকর্ষণীয় পুরষ্কার গিফট পাবেন।