Reliance Jio: বর্তমানে মানুষের আর এক মুহূর্ত চলে না ইন্টারনেট ছাড়া। যে কোনও প্রকার ভিডিও দেখা হোক কিংবা গান শোনা সবকিছুর উপরেই এখন ইন্টারনেটের রাজত্ব। বর্তমানে বেড়েছে অনলাইন নির্ভর কাজ। তাই খুব কম ডেটার মাধ্যমে আর কাজ সম্পন্ন হয় না।
Reliance Jio
সম্প্রতি রিলায়েন্স জিওর তরফ থেকে এমন দুটি প্ল্যান নিয়ে আসা হয়েছে যা শুনলে রীতিমত চমকে যাবেন আপনি। যে প্ল্যানের সঙ্গে প্রত্যেকদিন 2GB ডেটার সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে কুড়ি জিবি পর্যন্ত ডেটা একেবারে বিনামূল্যে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোনও রিচার্জ প্ল্যান এর কথা বলছি আমরা?
সবার প্রথমে জেনে নেওয়া যাক কীভাবে বাড়তি কুড়ি জিবি অব্দি ডেটা একেবারে বিনামূল্যে পাবেন?
যদি কোনও গ্রাহক অনেক বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে জিওর তরফ থেকে ৭৪৯ টাকার রিচার্জ প্লানে পেয়ে যাবেন বিশেষ সুবিধা। এই প্ল্যান অনুযায়ী ইন্টারনেট ব্যবহার করার জন্য পাবেন দৈনিক ২ জিবি পর্যন্ত ডাটা। অন্য দিকের পাশাপাশি পেয়ে যাবেন করে জিবি বিনামূল্যে ডেটা। এই বিশেষ রিচার্জ প্ল্যান এর বৈধতা থাকবে মোট ৯০ দিন (Reliance Jio)।
মোট ২০ জিবি ডেটার সঙ্গে সঙ্গে যদি কোন গ্রাহক একবার রিচার্জ করে টানা তিন মাস উপভোগ করতে পারেন। এই বিশেষ প্ল্যান। এক্ষেত্রে যে কোনও গ্রাহক আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পেয়ে যাবেন তাছাড়া প্রতিদিন ১০০টি এসএমএস এবং জিও টিভি জিও সিনেমা ও জিও ক্লাউডের সাবস্ক্রাইশন ও পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে।
বাড়তি আরো ছয় জিবি বিনামূল্যের ডেটা কীভাবে পাবেন?
যদি উল্লেখিত রিচার্জ প্লানের চেয়ে কম টাকার রিচার্জ করতে চান কোন গ্রাহক তাহলে ৩৯৮ টাকার রিচার্জ প্ল্যান এর দিকে ঢুকতে পারেন। জিওর এই প্ল্যানে প্রত্যেকদিন দেওয়া হয় 2 জিবি ডাটা এর সঙ্গে সঙ্গে পাওয়া যায় ছয় জিবি পর্যন্ত বাড়তি ডেটা। যার বৈধতা থাকে মাত্র 28 দিন। এই রিচার্জ প্ল্যান অনুযায়ী আনলিমিটেড ভয়েজ কলিং এর সুবিধা পেয়ে যাবেন প্রত্যেক গ্রাহকরা। প্রত্যেকদিন ১০০টি এসএমএস বিনামূল্যে পাঠাতে পারবেন। এছাড়াও জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউডের সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন প্রত্যেকে (Reliance Jio)।
কীভাবে এই প্ল্যানগুলি অ্যাকটিভ করবেন?
এই প্ল্যানগুলো অ্যাকটিভ করা কিংবা কেনার জন্য প্রত্যেক গ্রাহকদের যেতে হবে জিওর মেইন ওয়েবসাইটে। কিংবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপ। এখানে মাইজিও ইন্সটল করতে হবে এবং গ্রাহকের জিও সিমের নম্বর দিয়ে লগইন করে নিতে হবে। এখানেই দেখতে পাবেন ২ জিবি ডাটার রিচার্জ এর বিভিন্ন প্ল্যান গুলি। ৭৪৯ টাকার অথবা ৩৯৮ টাকার রিচার্জ প্ল্যানও খুঁজে পেয়ে যাবেন গ্রাহক (Reliance Jio)।
এই রিচার্জ প্ল্যানগুলোর সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু সুযোগ-সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিভিন্ন ক্রিকেট অফার বা আইপিএলের দেখার জন্য মূলত এই বিশেষ প্যাকটির ব্যবহার করা হয়েছে। তবে এই প্যাকের বৈধতা আদৌ কতদিন থাকবে তা পুরোটাই নির্ভর করছে সময়ের উপর। অনেকেই মনে করছেন হয়তো, আইপিএল কিংবা ক্রিকেটের সিরিজগুলি শেষ হয়ে গেলে এই প্ল্যানের কোনওরকম আর বৈধতা থাকবে না (Reliance Jio)।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak