রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম বা RBI Rules না মানায় কড়া শাস্তির মুখে পড়তে হল দুটি ব্যাঙ্ককে। মাথায় হাত ব্যাংকের গ্রাহকদের। গ্রাহকদের উপরে পড়তে চলেছে প্রভাব। আপনার অ্যাকাউন্ট নেই তো? থাকলে জমানো টাকা তুলবেন কীভাবে? নিয়ম ভঙ্গ করলে শাস্তি তো পেতে হবেই, সে যে কোন ক্ষেত্রেই হোক। এটাই তো নিয়ম। সরকারও এই প্রথার ঊর্ধ্বে নয়। এটি প্রমাণ করে দিয়েছে দেশের বিভিন্ন ব্যাংক গুলির নিয়ন্ত্রক সংস্থা আরবিআই। বেশ কয়েকদিন আগেই দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর মোটা অংকের টাকা জরিমানা আরোপ করেছিল আরবিআই।
RBI Rules on banking License
অভিযোগ ছিল ব্যাংকিং সিস্টেমের ঋণ সম্পর্কিত কিছু রেগুলেশন (Banking Rules) মানে নি এই ব্যাংক। তাই এই শাস্তি দেওয়া হয়েছে। তবে শুধু স্টেট ব্যাঙ্কই নয়, সেই সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল এবং সিন্ড ব্যাংক, এই দুটি ব্যাংকের উপরেও তার কয়েকদিন আগেই জরিমানার শাস্তি দিয়েছিল আরবিআই। এমনকি নিয়ম ভঙ্গের জেরে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ব্যাংকের লাইসেন্সও বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর এবার আরো দুটি গুরুত্বপূর্ণ ব্যাংকের বিরুদ্ধে আর বি আই দিল জরিমানার শাস্তি।
সেই ব্যাংক গুলির অনেক অ্যাকাউন্ট হোল্ডারদেরই এখন আশংকার বিষয় এর দ্বারা তাদের টাকা পয়সার উপর হয়তো প্রভাব পড়তে পারে। এই কারণে অনেকেই সাবধান হয়ে যাচ্ছেন।আপনার যদি একাউন্ট থেকে থাকে সেই ব্যাংকের কোন একটিতে, তাহলে আপনিও সতর্ক হয়ে যান এক্ষুনি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকিং সিস্টেমের (RBI Rules) কিছু রুলস না ফলো করার জন্য এক্ষেত্রে সেই দুটি ব্যাংককে জরিমানার শাস্তি দিয়েছে।
স্বল্পমেয়াদী ফিক্সড ডিপোজিটে সব থেকে বেশি সুদ দিচ্ছে জনপ্রিয় এই ৫টি ব্যাংক
RBI Rules অনুযায়ী একটি ব্যাংকের উপর ১২.১৯ কোটি এবং অপরটির ওপর ৩.৯৫ কোটি টাকা জরিমানা প্রদানের শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যার কারণে সেই ব্যাংক দুটির কোষাগারে পড়তে চলেছে ব্যাপক প্রভাব। তাই সেখানকার অ্যাকাউন্ট হোল্ডারদের এখন চিন্তা এর দ্বারা তাদের কোন ক্ষতি হবে না তো। যদিও রিজার্ভ ব্যাংক তরফে এই ব্যাপারটি নিয়ে গ্রাহকদের উদ্দেশ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছে।
কোন ব্যাংক বিপদে?
যে দুটি ব্যাংকের উপর RBI Rules অনুযায়ী বর্তমানে জরিমানা প্রদানের শাস্তি দিয়েছে সে দুটি ব্যাংক হল যথাক্রমে আইসিআইসিআই এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক। আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ঋণ ও অগ্রিম লেনদেন, জালিয়াতি শ্রেণিবিন্যাস এবং ব্যাঙ্কগুলির তথ্য প্রকাশ সম্পর্কিত নিয়ম লঙ্ঘনের জন্য আইসিআইসিআই ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে। আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, আর্থিক পরিষেবার আউটসোর্সিংয়ে ঝুঁকি ব্যবস্থাপনা এবং আচরণবিধি সম্পর্কিত নির্দেশ না মানার জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককেও মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।
মধ্যবিত্তদের জন্য বড় সিদ্ধান্ত নিলো RBI, হাতে এবার দারুন সুযোগ
গ্রাহকের টাকার কি হবে?
কিন্তু এই দুই ব্যাংকের উপর RBI Rules অনুযায়ী শাস্তি চাপায় চিন্তিত হয়ে পড়েছেন সেই সকল ব্যাংকের গ্রাহকরা। তাদের মনে ভয় ঢুকেছে যে তাদের গচ্ছিত সমস্ত টাকা-পয়সা কি মার যেতে চলেছে এবার তাহলে। এ ব্যাপারে আর বি আই আশ্বাসবাণী দিয়েছে সকলকে। বলা হয়েছে ব্যাংক দুটির উপর মোটা অংকের জরিমানা প্রদানের শর্ত দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু এর মাধ্যমে কোন গ্রাহকের একাউন্টের কোন ক্ষতি হবে না। তাদের টাকা পয়সা যেমন ছিল তেমনি থাকবে।
আর পড়ুন, দুর্গাপুজো উপলক্ষ্যে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে? ATM এ টাকা থাকবে তো?