দিন দিন দেশে অনলাইন পেমেন্ট সিস্টেমের জনপ্রিয়তা বাড়ছে। আজকের দিনে কেউ আর ক্যাশ টাকা পকেটে নিয়ে ঘোরে না Online UPI Payment ব্যবহার বেশি করেন। বেশিভাগ মানুষ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI-এর মাধ্যমে লেনদেন করতে পছন্দ করে। করোনা পরবর্তী সময়ে ভারতে ডিজিটাল লেনদেনের ব্যবহার অনেকেটাই বেড়ে গিয়েছে। তাই গ্রাহকদের নিরাপত্তার কারণে নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে UPI-র একাধিক নতুন নিয়মের আনা হয়েছে। আপনিও যদি একজন UPI ইউজার হন, তাহলে অবশ্যই আরবিআই-র নতুন নিয়ম গুলি আপনাদের জেনে রাখা প্রয়োজন।
Online UPI Payment
নিষ্ক্রিয় ইউপিআই আইডি ব্লক করা হবে:
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI ইউপিআই নিয়ে যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে বলা হয়েছে নিষ্ক্রিয় UPI ID গুলি এবার বন্ধ করে দেওয়া হবে। অনেকেই এমন আছেন, যারা ইউপিআই আইডি খুলেছেন ঠিকই, তবে তা ব্যবহার করে না।
এই সমস্ত আইডিগুলি এবারে ব্লক করে দেওয়া হবে। এই মর্মে Paytm, Google Pay, PhonePe-র মতো Online UPI Payment app সহ বিভিন্ন ব্যাংকগুলিকে নিষ্ক্রিয় ইউপিআই আইডি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের ১লা জানুয়ারি থেকে যে সমস্ত ইউপিআই আইডি ব্যবহার করা হয়নি, সেগুলি নিষ্ক্রিয় করা হবে। অপব্যবহার রুখতেই এমন পদক্ষেপ নিয়েছে NPCI.
বড়দিনের সুখবর! চিটফান্ডের টাকা ফেরত পাওয়া যাবে কিভাবে জেনে নিন।
দৈনিক ইউপিআই লেনদেনের সীমা বৃদ্ধি:
NPCI ইউপিআই লেনদেনের সীমা বাড়ালো। নতুন বছর থেকে UPI ব্যবহার করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এই সীমা দৈনিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। অর্থাৎ কোনো ব্যাক্তি ইউপিআই ব্যবহার করে দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।
তবে বিল পেমেন্ট কিংবা ব্যবসায়ীদের ক্ষেত্রে এই লেনদেনের সীমা ৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও ইউপিআই-র মাধ্যমে লেনদেনের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। তবে কিছু কিছু ব্যাংক,যেমন IDFC, দৈনিক লেনদেনের সীমার পরিবর্তে সাপ্তাহিক কিংবা মাসিক ভাবে লেনদেনের সীমা নির্ধারণ করেছেন।
ইন্টারচেঞ্জ ফি দিতে হবে:
NPCI-র নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা PPI ব্যবহার করে Online UPI Payment করলে ইন্টারচেঞ্জ ফি প্রদান করতে হবে গ্রাহকদের। কোন ক্ষেত্রে আপনি PPI থেকে পেমেন্ট করছেন সে অনুযায়ী ০.৫ শতাংশ থেকে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। যেমন ধরুন PPI থেকে মোবাইল রিচার্জ করলে ০.৫ শতাংশ ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। আবার PPI থেকে মিউচুয়াল ফান্ডে টাকা দিলে ইন্টারচেঞ্জ ফি নেওয়া হবে ১ শতাংশ।
ভুয়ো অ্যাপ নিয়ে সতর্ক করলো আরবিআই! মোবাইলে থাকলে আজই ডিলেট করুন।
দেশ জুড়ে চালু হচ্ছে UPI ATM:
নতুন বছরে Online UPI Payment গ্রাহকদের জন্য খুশির খবর এনেছেন আরবিআই। এবার থেকে আপনাকে আলাদা করে এটিএম কার্ড পকেটে করে নিয়ে ঘোরার কোনো দরকার নেই। আগামীতে দেশজুড়ে চালু হতে চলেছে কার্ডলেস এটিএম। অর্থাৎ ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই এটিএম থেকে তোলা যাবে টাকা। এতো জন্য থাকতে হবে ইউপিআই আইডি। আপনি এটিএম থেকে QR কোড স্ক্যান করে টাকা তুলতে পারবেন।