Share Market – শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট নিয়ে এই অ্যাপ গুলিতে নিষেধাজ্ঞা জারি RBI.

Share:

আপনি কি Share Market বিনিয়োগ করেন ? তাহলে এবার সতর্ক হয়ে যান। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সতর্ক করে দিয়েছে Share Market বিনিয়োগকারী ও লেনদেনকারীদের। এই অ্যাপটি আপনার ফোনে থাকলে তাড়াতাড়ি ডিলিট করে দিন, না হলে বড়সড়ো আর্থিক ক্ষতির মুখে পড়বেন। কোন্ অ্যাপের কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? জেনে নিন বিস্তারিত।

ADVERTISEMENTS

Share Market App Restriction by Reserve Bank Of India

বিগত বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষে বেশ কিছু জালিয়াতির ঘটনা সামনে উঠে এসেছে। এবার দেশের নাগরিকদের যাতে আর জালিয়াতির মুখোমুখি হতে না হয় সেই দিকে নজর দিচ্ছে সরকার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শেয়ারবাজারের বিনিয়োগকারীদের যাতে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে না হয়, সেই কারণে এমন ঘোষণা করেছে।

বিনা পুঁজিতে ঘরে বসেই শুরু করুন এই ব্যবসা, মাসে আসবে মোটা ইনকাম

এই অ্যাপটি কিন্তু ভীষণ পরিচিত। অনেকেই এই অ্যাপ ব্যবহার করেই Share Market লেনদেন করে থাকেন। আর এই অ্যাপ ব্যবহার করেই এখন শুরু হয়েছে জালিয়াতি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নির্দেশ পাওয়ার পর অনেকেই হতভম্ব হয়ে গিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া Olymp Trade অ্যাপের কথা বলেছে। এই অ্যাপটি শেয়ার বাজারের লেনদেনের ক্ষেত্রে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

বহু মানুষ এই অ্যাপ ব্যবহার করেই Share Market ইন্ট্রা ট্রেড ও লং টাইম ইনভেস্টমেন্ট করেছেন। কিন্তু এই অ্যাপটি ফোরেক্সের দ্বারা অনুমোদিত নয়। তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই অ্যাপের ব্যবহারকারীদের সতর্ক করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তারা জানিয়েছে, অনুমোদিত হীন এই অ্যাপ আর ব্যবহার করা উচিত হবে না। যত দ্রুত সম্ভব ডিলিট করে দেওয়ার নির্দেশ দিয়েছে তারা।

কেবলমাত্র Olymp Trade অ্যাপ নয়। বাজারে বেশ কিছু অনুমোদনহীন ট্রেডিং অ্যাপ ঘোরাফেরা করছে। আর এগুলো ব্যবহারকারীদের আর্থিক ক্ষতির সৃষ্টি করতে পারে। এগুলির সম্বন্ধে এবার ব্যবহারকারীদের সতর্ক করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

অনুমোদনহীন ট্রেডিং অ্যাপ চেনার উপায় :
সবার প্রথমেই লক্ষ্য করবেন এই অ্যাপে কোথাও বানান ভুল আছে কিনা। সাধারণত অনুমোদনহীন ট্রেডিং অ্যাপগুলিতে বানান ভুল আর আসলের কপি করার প্রবণতা দেখা যায়। একটু ভালো করে নজর রাখলে এগুলোই সহজেই বুঝতে পারবেন আপনারা। অপরদিকে এই অ্যাপে থাকেনা গ্রাহক ভেরিফিকেশনের জোরদার প্রসেস।

এই অ্যাপগুলিতে আপনারা সহজেই ট্রেডিং একাউন্ট খুলতে পারবেন। কিন্তু অনুমোদন প্রাপ্ত ট্রেডিং অ্যাপ গুলিতে সহজে কিন্তু ট্রেডিং একাউন্ট খোলা যায় না। এই অ্যাপে বারবার আপনাকে অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেডিং করার পরামর্শ দেওয়া হবে। যা অনুমোদন প্রাপ্ত ট্রেডিং অ্যাপগুলিতে দেখা যায় না। এই কয়েকটি দিকে বিশেষ নজর রাখলে আপনারা সহজেই চিনতে পারবেন অনুমোদনহীন ট্রেডিং অ্যাপ।

অনুমোদনহীন ট্রেডিং এর ব্যবহার করার বিপদ :
অনুমোদনহীন ট্রেডিং অ্যাপের ব্যবহার করলে জালিয়াতরা সহজেই আপনাদের ব্যাংক একাউন্টে থাকা টাকা হাতিয়ে নিতে পারবে‌। ট্রেডিং এর সময় ব্যাংক একাউন্ট ডিটেলস এইসব অ্যাপ এর কাছে দেওয়া হয়‌। সে ক্ষেত্রে খুব সহজেই জালিয়াতরা ব্যাংকের এক্সেস নিয়ে নিতে পারবে‌। এমনকি এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনার হাতে স্মার্টফোনটি হ্যাক করা যাবে।

ঘরে বসে ব্যবসার সুযোগ। মাত্র 25 টাকায় কিনে 100 টাকায় বিক্রয় করুন। লসের

এই অ্যাপের থেকে দেওয়া ভুল পরামর্শ দেশের নাগরিকদের বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। আর এতে আপনার আর্থিক ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই কোন অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই দেখে নেবেন এটি অনুমোদনপ্রাপ্ত কিনা। এতে আপনাদের ব্যক্তিগত তথ্য কতটা পাবলিক হচ্ছে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment