আর কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে 2023. নতুন বছর আসার আগেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার RBI Banking Rules অনুযায়ী বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে। বছর শেষ হওয়ার আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন খবর সামনে এসেছে। পুনরায় একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে। কোন ব্যাংকের লাইসেন্স বাতিল হবে? গ্রাহকদেরই বা কি হবে? এই সমস্থ তথ্য বিস্তারিতভাবে জানতে আমাদের সাথে থাকুন এবং পেজটি ফলো করুন।
RBI Banking Rules in India 2023
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বেশ কিছু কারণে এই বছর একাধিক ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে RBI Banking Rules অনুসারে। এবার সেই তালিকাতেই নাম লিখিয়েছে আরও একটি ব্যাংক। এর ফলে কি সমস্যায় পড়তে হবে গ্রাহকদের? অপর্যাপ্ত মূলধন আর নিয়ম না মানার কারণে ইতিমধ্যে বেশকিছু ব্যাংকের লাইসেন্স বাতিল হয়েছে। 7th ডিসেম্বর সাংবাদিক বৈঠক ডেকে এই সম্বন্ধে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
RBI Banking Rules অনুযায়ী তাদের জানানো হয়েছে যে, উত্তরপ্রদেশের সীতাপুর ইউপি কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল হওয়ার খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উত্তর প্রদেশের সমবায় কমিশনার ও রেজিস্টারকে ব্যাংকের লাইসেন্স ক্যানসেল করার আগে ব্যাংকের জন্য একটি লিকুইডেটর নিয়োগ করার আদেশ জারি করেছিল। এই সমবায় ব্যাংকটির সম্পূর্ণ কাজ 7th ডিসেম্বর থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছে আর বি আই।
LIC এর সর্বশ্রেষ্ঠ প্ল্যানে এককালীন টাকা বিনিয়োগ করে সারা জীবন থাকুন চিন্তা মুক্ত।
এই খবর সামনে আসার পর থেকেই চিন্তায় পড়ে গেছেন ওই ব্যাঙ্কের গ্রাহকরা। আপনাদের জানিয়ে রাখি চিন্তা করার কিছু নেই। আপাতত জানা যাচ্ছে , আমানতকারীরা 5 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এই টাকা ডি আই সি জি সি কভার এর অধীনে দেওয়া হবে। তাই আর ভয় পাওয়ার কিছু নেই। উক্ত ব্যাঙ্কের 98.32 শতাংশ আমানতকারী তাঁদের সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন।
কিন্তু অনেকের মনে প্রশ্ন আসছে হঠাৎ করে কেন ব্যাঙ্কটির লাইসেন্স বাতিল করা হল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশ সীতাপুর ইউপি কো-অপারেটিভ ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে মূলধন ছিল না। ফলে এই ব্যাঙ্ক পরবর্তী সময়ে গ্রাহকদের আর্থিক সমস্যার কারণ হতে পারত। এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল না করলে, আমানতকারীরা আর্থিকভাবে বিপর্যস্ত হতে পারতেন।
2023 থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য চালু হচ্ছে ভয়ংকর নিয়ম,নিজের টাকা রেখেও শান্তি নে
মূলত আমানতকারীদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলতি বছরের 4th ডিসেম্বর ঠিক একইরকম ভাবে কোলহাপুরের শঙ্কর রাও পূজারি নতুন নাগরি সহকারী ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI Banking Rules). RBI Banking Rules আমানতকারীদের কথা ভেবেই যেকোন সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হলেও আপনারা আর্থিকভাবে লোকসানের মুখোমুখি হবেন না।