Ration Card: বর্তমানে প্রত্যেকেই রয়েছেন বিভিন্ন ধরনের রেশন কার্ডের আওতায়। মূলত এপিএল এবং বিপিএল এই দুই ধরণের রেশন কার্ড প্রচলিত রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। এছাড়াও আরো পাঁচ ধরণের রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন গ্রাহকেরা। মধ্যে উল্লেখযোগ্য হল: AAY, PHH, SPHH, RKSY I, RKSY II।
Ration Card 2024
প্রথম থেকেই রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের পাশে দাঁড়াতে সর্বদাই উদ্যোগী। যে সমস্ত মানুষদের রয়েছে এপিএল রেশন কার্ড তাদের থেকে বরাবর বেশি সুযোগ-সুবিধা পেয়ে আসেন বিপিএল সুবিধাভোগিরা।
ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে বিপিএল রেশন কার্ডের আওতায় রয়েছেন বহু মানুষ। এই সমস্ত মানুষগুলিকে বিপিএল রেশন কার্ডের সমস্ত সুবিধা প্রদানের জন্য খাদ্য এবং সরবরাহ দপ্তর থেকে বিভিন্ন রকম বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে (Ration Card)।
কী বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে?
রাজ্যের খাদ্য দপ্তরের বিভিন্ন সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে সমগ্র রাজ্যজুড়ে এপিএল তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলিকে আগামীদিনে খাদ্য দপ্তর নিজের উদ্যোগে বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড প্রদান করার উদ্যোগ নিয়েছে। অর্থাৎ যে সমস্ত পরিবারগুলো দারিদ্র সীমার নিচে বসবাস করছেন অথচ তাদের কাছে রয়েছে এপিএল রেশন কার্ড! যত দ্রুত সম্ভব বিপিএল তালিকাভুক্ত করা হবে এবং প্রদান করা হবে বিপিএল রেশন কার্ড (Ration Card)।
কেন এই পদক্ষেপ গ্রহণ করা হল?
দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। অনেকেই মনে করছেন খুব স্বাভাবিকভাবে এই লোকসভা নির্বাচনকে কাজে লাগিয়েই এমন যুগান্তকারী ঘোষণা সেরে ফেলেছে খাদ্য দপ্তর। রাজ্যের জাতীয় প্রকল্পের রেশন গ্রাহকেরা সংখ্যায় যতটা থাকার কথা তার তুলনায় যথেষ্টই কম রয়েছে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। বিপিএল কোটার অন্তর্ভুক্ত যতগুলো পরিবার থাকার কথা ততগুলি বর্তমানে পরিবার নেই এই আওতায়। এই সংখ্যা কমে যাওয়ার কারণে যে সমস্ত নাগরিকেরা সত্যিই দরিদ্র তারা হয়ে রয়েছেন এপিএল তালিকাভুক্ত। নিজেদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তারা ভোগ করতে পারছেন না (Ration Card)।
এবার সবার মনে প্রশ্ন উঠতেই পারে কীভাবে এ পি এল থেকে গ্রাহকদের বিপিএল তালিকাভুক্ত করা হবে! এর জন্য কি গ্রাহকদের মেনে চলতে হবে কোন বিশেষ নিয়ম? স্বয়ংক্রিয়ভাবেই এটি হয়ে যাবে? গ্রাহকদের মনের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে আমাদের এই প্রতিবেদনে। একটু স্কিপ না করে পুরো প্রতিবেদন মন দিয়ে পড়ার অনুরোধ করা হচ্ছে গ্রাহকদের কাছে।
কীভাবে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হবে?
খাদ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড পাওয়ার জন্য প্রেসার গ্রাহকদের কোনওরকম আবেদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। রাজ্যের জনগণের আস্তিক ঠিক একটি অনুযায়ী খাদ্য দপ্তরের কর্মকর্তরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের নাগরিকদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হবে স্বয়ংক্রিয়ভাবেই।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের পদ্ধতি। বিভিন্ন জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে খাদ্য দপ্তরের তরফ থেকে পাঠানো হয়েছে বিভিন্ন নির্দেশিকা। এই নির্দেশিকা অনুযায়ী উল্লেখ করা রয়েছে যোগ্য পরিবারগুলির কাছে রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরের RKSY I অথবা RKSY II কার্ড থাকলে অবিলম্বে রাজ্য খাদ্য দপ্তরের কাছে পাঠাতে হবে (Ration Card)।
পরবর্তী সময়ে এই সমস্ত জেলা অধিকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জাতীয় প্রকল্পে রাজ্য নাগরিকদের নাম নথিভূক্ত করা হবে খুব তাড়াতাড়ি। অন্যভাবে বলা যায় তাহলে জাতীয় প্রকল্পের নাগরিকদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে জেলা আধিকারিকদের পাঠানো তথ্যের উপরই সমস্ত কিছুর নির্ভর করবে।
কবে থেকে রেশন কার্ড পরিবর্তন শুরু হবে?
খাদ্য দপ্তরের নিয়ম অনুযায়ী জানা যাচ্ছে সমগ্র রাজ্যব্যাপী রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই কার্যকর করা হয়ে গিয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর সংখ্যক নাগরিককে বিপিএল তালিকাভুক্ত করার ও প্রক্রিয়া শুরু হয়েছে। খাদ্য দপ্তরের তরফ থেকে গৃহীত এই সমস্ত সিদ্ধান্তকে সকলেই যথেষ্ট প্রশংসা করছেন।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak