ভারত সরকারের গুরুত্বপূর্ণ জন কল্যাণ মূলক প্রকল্প হলো রেশন বন্টন ( Ration Aadhar Link ) । এর মাধ্যমে বিগত কয়েক বছর ধরে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খদ্য সামগ্রী। তবে বেশ এবার থেকে রেশন নেওয়ার জন্য চালু হয়েছে নতুন নিয়ম। নিয়ম অনুযায়ী রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকায় বন্ধ হচ্ছে রেশন কার্ড। তুলতে পারছেন না রেশন সামগ্রী।
Ration Aadhar Link
ইতিমধ্যে অনেকেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিয়েছেন। তবে এখনো যারা ই-কেওয়াইসি করেননি, তারা সমস্যায় পড়েছেন। কিন্তু আর চিন্তা নেই, কারণ আজ আমরা বলবো কীভাবে বাড়িতে বসেই ই-কেওয়াইসি করাতে পারবেন। এই পন্থা অবলম্বন করে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে, রেশন পাওয়ার সুবিধা অব্যাহত রাখুন।

কীভাবে বাড়িতে বসে অনলাইনে ই-কেওয়াইসি করবেন?
■ ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক (Ration Aadhar Link) করার জন্য প্রথমেই আপনাকে রাজ্য খাদ্য সরবরাহ দফতরের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpds.wb.gov.in/ গিয়ে “Link Aadhaar With Ration Card” অপশনে ক্লিক করতে হবে।
■ এরপর আপনার সামনে একটি পেজ খুলবে, যেখানে “Link Aadhaar with active card” এ রেশন কার্ডের ক্যাটাগরি ও রেশন কার্ড নম্বর দিয়ে “Search” অপশনে ক্লিক করতে হবে।
■ এরপর আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে রেশনকার্ডধারীর নাম, হেড অফ দ্য ফ্যামিলি সহ একদম শেষে Aadhar Link Status দেখতে পাবেন। এর ঠিক নীচে দুই অপশন পাবেন, যার মধ্যে “Link aadhaar and mobile number” বিকল্পটি বেছে নিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
■ এরপর নতুন পেজ ওপেন হলে সেখানে আধার নম্বর দিয়ে Send OTP তে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে নম্বরটি লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নতুন যে পেজ খুলবে সেখানে বসিয়ে, do my অপশনে ক্লিক করে “Verify and Submit” বটনে ক্লিক করলে রেশনের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সম্পন্ন হবে।
কীভাবে অফলাইনে ই-কেওয়াইসি করবেন?
শুধু অনলাইনে নয়, অফলাইনের মাধ্যমেও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো যাবে। এর জন্য কয়েকটি স্টেপ আপনাকে অনুসরণ করতে হবে। আপনি এই কাজটি নিকটবর্তী রেশন দোকান কিংবা বাংলা সহায়তা কেন্দ্র থেকেও করাতে পারবেন। তাছাড়া সরাসরি খাদ্য সরবরাহ দফতরের অফিসে গিয়েও নথি পত্র জমা দিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক (Ration Aadhar Link) করতে পারবেন।
অবশ্যই পড়ুন » PMKVY Scheme – ভোটের আগে, বেকার ছেলেমেয়েদের চাকরি ও মাসে 8000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। আজই আবেদন করুন।
এর জন্য প্রয়োজন হবে পরিবারের সকল সদস্যের আধার কার্ড, হেড অফ দ্য ফ্যামিলির পাসপোর্ট সাইজের ছবি এবং যিনি লিঙ্ক করবেন তাঁর রেশন কার্ড। অফিসে গিয়ে নথি জমা করার পর রেশনের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়ে গেলে মোবাইলে নোটিফিকেশন চলে আসবে।