Railway Recruitment 2023 – একাধিক শূন্যপদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

Share:

Railway Recruitment 2023: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! মাধ্যমিক পাশে ভারতীয় রেলের অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। অনলাইন মোডে আবেদন চলছে। ভারতীয় রেলের আরআরসি বিভাগের লেভেল ১ ও লেভেল ২ পদে এই নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যাবে। কয়টি শূন্যপদ রয়েছে? যোগ্যতা কী লাগবে? কীভাবে নিয়োগ করা হবে? কীভাবেই বা আবেদন করবেন? সবটা জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

Railway RRC Recruitment 2023-24: Railway Job Vacancy Details

পদের নাম ও মোট শূন্যপদ: সেন্ট্রাল রেলওয়ের অধীনে দুটি পোস্টে নিয়োগ করা হবেম পোস্ট দুটি হলো রেলওয়ে লেভেল ১ এবং রেলওয়ে লেভেল ২। যার মধ্যে লেভেল ১-এ ১০টি ও লেভেল ২-এ ২টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: লেভেল ২ পদের জন্য ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ কিংবা মাধ্যমিক পাশ সহ NCVT পাশ হতে হবে। লেভেল ১ এর জন্য মাধ্যমিক পাশ সহ IIT কিংবা NAC অনুমোদিত সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে।

বয়সসীমা: ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে ১৮ বছর থেকে ৩০ বছর। লেভেল ১ এর জন্য সর্বোচ্চ বয়স ৩৩ বছর হলেও আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে।

সুখবর সরকারি কর্মীদের জন্য! পুজোর আগেই পাবেন চলতি মাসের পুরো বেতন, জানিয়ে দিলো নবান্ন

Railway Recruitment 2023 – কর্মী নিয়োগ পদ্ধতি:

যে সমস্ত প্রার্থী লেভেল ১ এবং লেভেল ২-এ আবেদন করবেন তাদের একরি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য ৬০ নম্বর রয়েছে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশ নম্বর পেলে পরবর্তী ধাপে ডাকা হবে, যেখানে সমস্ত সার্টিফিকেট যাচাই করা হবে। সার্টিফিকেটের জন্য রয়েছে ৪০ নম্বর। অর্থাৎ মোট ১০০ নম্বরের মধ্যে যে প্রার্থী বেশি পাবে তদেরই নিয়োগ করা হবে। আগামী ০৩রা ডিসেম্বর ২০২৩ তারিখে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

লেভেল ১ ও লেভেল ২ পদে আবেদন প্রক্রিয়া:

আবেদন পদ্ধতি: বাড়িতে বসে স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে www.rrccr.com এই ওয়েবসাইটি ওপেন করে নিতে হবে। এরপর প্রার্থীকে উক্ত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে, লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্র পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য জমা করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

মাত্র ১০ হাজার টাকায় কিনুন Redmi Note 12 5G, এমন সুযোগ আর পাবেন না

আবেদন মূল্য: উক্ত দুটি পদে আবেদন করার জন্য UR দের ৫০০ টাকা জমা করতে হবে। অন্যদিকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ২৫০ টাকা জমা করতে হবে। আবেদন করার সময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন মূল্য জমা করা যাবে।

আবেদনের তারিখ: গত ১লা অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। তাই, আগ্রহী প্রার্থীদের যথাসময়ে আবেদনপত্র জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Important Links:

Official Notification: Download PDF

Official Website: Visit Here

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment