Railway Group D Recruitment 2024: রেলে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসেই আবেদন

Share:

Railway Group D Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আপনি কি খুঁজছেন ভারতীয় রেলওয়ের চাকরি? তাহলে এই বিশেষ প্রতিবেদন আপনার জন্যই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রেলওয়ে গ্রুপ ডি থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে নর্দান রেলওয়ের পক্ষ থেকে গ্রুপ ডি তে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

Railway Group D Recruitment 2024

এখানে কারা কারা আবেদন জানাতে পারবেন? কীভাবে আবেদন করতে পারবেন! শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? বয়স সীমা কী রাখা হয়েছে! চাকরিপ্রার্থীদের কত মাইনে দেওয়া হবে? সমস্ত প্রায় বিস্তারিত আলোচনা করা হলো আমাদের আজকের এই প্রতিবেদনে।

এবারে দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তারিখ। এই বিজ্ঞপ্তিটির প্রকাশ্যে এসেছে ১৫ই এপ্রিল। অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে ১৬ই এপ্রিল থেকে। একটানা আবেদন চলবে ১৬ই মে পর্যন্ত। ট্রায়াল নেওয়ার জন্য কর্মীদের ডাকা হতে পারে দশই মে-তে (Railway Group D Recruitment 2024)।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে?

  • Football-Men
  • Weight lifting-Men
  • Athletics-Women
  • Athletics-Men
  • Boxing- Men
  • Boxing -Women
  • (Swimming-Men) Aquatics
  • Table Tennis-Men
  • Hockey-Men
  • Hockey-Women
  • Badminton-Men
  • Kabaddi-Women
  • Kabaddi -Men
  • Wrestling- Men
  • Wrestling -Women
  • Chess-Men

এখানে মোট শূন্য পদের সংখ্যা কতগুলি রয়েছে?

প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৩৮ টি।

বয়সসীমা কী রাখা হয়েছে?

উপরোক্ত যে সমস্ত পদে আবেদন করতে চান চাকরিপ্রার্থীরা তাদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছর। এক্ষেত্রে নিজেরা নিজেদের বয়স হিসাব করবেন ০১-০৭-২০২৪ কে কেন্দ্র করে। ওদিকে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমার কিছু ছাড় রয়েছে (Railway Group D Recruitment 2024)।

শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে?

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম মাধ্যমিক পাস কিংবা সমতুল্য।

মাসিক বেতন কত রাখা হয়েছে?

এখানে চাকরিপ্রার্থীরা পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন পেয়ে যাবেন। সেক্ষেত্রে প্রত্যেক মাসে ৫২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত মাইনে হবে।

কীভাবে করবেন আবেদন?

এখানে আবেদন করতে হলে সরাসরি এই সংস্থার অফিসিয়াল পোর্টালে চলে যেতে হবে। এখানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। হবে সমস্ত ফর্ম ফিলাপ।

আবেদন ফি কী রাখা হয়েছে?

এ সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের যারা সংরক্ষিত শ্রেণীর আওতায় পড়ছেন না তাদের আবেদন ফ্রি হিসেবে দিয়ে দিতে হবে মোট ৫০০ টাকা। তারা সংরক্ষিত শ্রেণি এবং মহিলা রয়েছেন তাদেরকে আবেদন ফি হিসেবে দিতে হবে ২৫০ টাকা (Railway Group D Recruitment 2024)।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment