Primary TET – প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন কত জমা পড়লো? কি জানালো পর্ষদ? দেখুন বিস্তারিত আপডেট

Share:

Primary TET: শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বছর থেকেই অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে, এই দুর্নীতি নিয়ে রাজ্য, রাজনীতি তোলপাড় রাজ্যে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এর কথা মতো এ রাজ্যে প্রতিবছর একটি করে টেট পরীক্ষা (Primary TET) নেওয়া হবে। আর দুইবার করে নিয়োগ করা হবে।

এত দুর্নীতির মধ্যে বহু টানাপোড়নের পর গত বছর ডিসেম্বরে নেওয়া হয়েছিল টেট পরীক্ষা (Primary TET Exam)। প্রায় ৫ বছর পর ২০২২ সালে এই পরীক্ষার ঘোষণা করা হয় এতে প্রায় সাত লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। পাশ করেছিলেন এক লাখ 20 হাজার জন পরীক্ষার্থী।

২০২২ সালের ১১ই ডিসেম্বরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) প্রাইমারি টেট পরীক্ষা নিয়েছিল। প্রায় দেড় লক্ষের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন তবে তার নিয়োগ এখনও অধরা থাকলেও আবার এবার শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই ফের হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET Exam)। ইতিমধ্যেই সেই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে পর্ষদ। শোনা যাচ্ছে এ বছর ডিসেম্বর মাসের ১০ তারিখে টেট পরীক্ষা (TET Exam 2023) হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সেপ্টেম্বর মাসেই এই বিষয়ে বিজ্ঞপ্তি (WB Primary TET Notification) দিয়ে দেওয়া হবে।

DA আন্দোলনের মাঝেই সুখবর! পুজোর আগে বাড়ছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা

প্রাথমিকের শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment) এবার পর্ষদের তরফে জানানো হয়, শুধু মাত্র ডি.এল.এড কোর্স উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। অন্তিম বর্ষের পড়ুয়ারা উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে দরবার করেন, ডি.এল.এড অন্তিম বর্ষের ছাত্র ছাত্রীরাও যোগ্য প্রার্থী বলে ঘোষণা করেন কিন্তু তাদের পরীক্ষায় বিলম্বের কারণে তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। তারা হাইকোর্ট এ এই অভিযোগ তুলে আর্জি জানালে তাঁদের আর্জি শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ডি.এল.এড কোর্সের প্রশিক্ষিতরাও প্রাথমিকের নিয়োগে সামিল হতে পারবেন।

সুপ্রীম কোর্ট এর নির্দেশ অনুযায়ী বি এড প্রার্থীরা এই পরীক্ষা তে অংশ নিতে পারবে না। এই খবরে বি এড প্রার্থীদের মনে সংশ্লিষ্ট পরীক্ষা বিষয়ে অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে। স্বাভাবিক ভাবেই ভাবা হচ্ছে এবার পরীক্ষার্থী সংখ্যা অনেক কম হবে।

এবার একাধিক অভিযোগ উঠে এলো রেশন ডিলারদের বিরুদ্ধে, দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ খাদ্যমন্ত্রীর

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment