Primary TET: নিয়োগের দুর্নীতি যখন নিয়ে সোচ্চারে পরিবেশ সরগরম, আদালত থেকে সুবিচার পাওয়ার অপেক্ষায় লক্ষাধিক চাকরিপ্রার্থী, আর এইরকম সময়ে ফের সুখবর শোনালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রতিবছরের মত এই বছরেও ডিসেম্বরে টেট পরীক্ষা আয়োজিত হবে।
আর এই পরীক্ষার অনলাইন আবেদন জমার পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদসুত্রে (West Bengal Board of Primary Education) খবর, এবার থেকে বছরে দুবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে অবশ্য আবেদনের ভিড় জমে গেছে। প্রায় জমা হয়েছে লক্ষাধিক আবেদনপত্র। এর মধ্যে অনেকে আবেদন ফি জমা করলেও প্রায় দুলক্ষের মত চাকরীপ্রার্থী এখনও আবেদনের টাকা জমা করেননি।
Primary TET Exam 2023 New Rules Update
তবে প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বের টেট পরীক্ষার থেকে এবারের টেট পরীক্ষায় নিয়মাবলীর পরিবর্তন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এবার টেট পরীক্ষায় (Primary TET Exam) কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগের বার টেট পরীক্ষার জন্য ৭ লক্ষ আবেদনপত্র জমা পড়লেও পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী। তবে এবার সেই সংখ্যাটা কমতে পারে বলে আশা করছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
দারুন সুযোগ! মাত্র ১০০ টাকা বিনিয়োগ করে পেয়ে যান ১৫,০০০ টাকা
প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা সাপেক্ষে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে রায় দেওয়া হয়েছে, বি এড (B.Ed) ডিগ্রীধারী চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষকের (Primary Teacher) জন্য আবেদন করতে পারবেন না। প্রাথমিক শিক্ষকের আবেদনের জন্য আবেদনকারীর অবশ্যই ডি এড বা ডি এল এড ডিগ্রী থাকতে হবে।
অবশ্য কোন চাকরীপ্রার্থী বি এডের সঙ্গে ডি এড বা ডি এল এড ডিগ্রী থাকলে তিনি অবশ্য প্রাথমিক শিক্ষকের পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় অনুযায়ী এবার থেখে কোন বি এড ডিগ্রীধারী পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষকের জন্য আবেদন করতে পারবেন না। আর সেই সমীক্ষায় এবারের আবেদনকারীর সংখ্যা আগের থেকে কমতে পারে বলে আশা করা হচ্ছে।
ঘরেই হবে কুবেরের ধন! এখনই শুরু করুন এই লাভজনক ব্যবসা
চলতি বছরে ডিসেম্বরের ১০ তারিখ উল্লিখিত টেট পরীক্ষা (Primary TET Exam) অনুষ্ঠিত হবে বলে ধার্য করা হয়েছে। অবশ্য এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির বক্তব্য,”বৃহস্পতিবার খবরের কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে আবেদন প্রক্রিয়া নিবন্ধীকরণের কাজ শুরু হবে।”