Primary Teacher Recruitment – ১২ হাজার শূন্যপদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার বড় খবর! কি রায় দিলো সুপ্রিম কোর্ট?

Share:

Primary Teacher Recruitment: শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বছর থেকেই অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে, এই দুর্নীতি নিয়ে রাজ্য, রাজনীতি তোলপাড় রাজ্যে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এর কথা মতো এ রাজ্যে প্রতিবছর একটি করে টেট পরীক্ষা নেওয়া হবে। আর দুইবার করে নিয়োগ করা হবে।

এত দুর্নীতির মধ্যে বহু টানাপোড়েনের পর গত বছর ডিসেম্বরে নেওয়া হয়েছিল টেট পরীক্ষা। ২০২২ সালের ১১ই ডিসেম্বরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET Exam) নিয়েছিল। প্রায় দেড় লক্ষের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন তবে তার নিয়োগ এখনও অধরা থাকলেও আবার এবার শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই ফের হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET Exam)।

ইতিমধ্যেই সেই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে পর্ষদ। শোনা যাচ্ছে এ বছর ডিসেম্বর মাসের ১০ এবং ১৭ তারিখের মধ্যে টেট পরীক্ষা (Primary TET) হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সেপ্টেম্বর মাসেই এই বিষয়ে বিজ্ঞপ্তি (WB Primary TET Notification) দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: FD Interest Rate – ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে দ্বিগুন করলো জনপ্রিয় এই ব্যাংক, জেনে নিন নতুন রেট।

কিছুদিন আগে প্রাথমিকের শিক্ষক নিয়োগে পর্ষদের তরফে জানানো হয়, ডি.এল.এড কোর্স উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। সে সময় সংশ্লিষ্ট কোর্সের অন্তিম বর্ষের পড়ুয়ারা উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে দরবার করেন, ডি.এল.এড অন্তিম বর্ষের ছাত্র ছাত্রী রাও যোগ্য প্রার্থী বলে ঘোষণা করেন কিন্তু তাদের পরীক্ষায় বিলম্বের কারণে তাঁরা নতুন নিয়োগ (Primary Teacher Recruitment) প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। তারা হাইকোর্ট এ এই অভিযোগ তুলে আর্জি জানালে তাঁদের আর্জি শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ডি.এল.এড কোর্সের প্রশিক্ষিতরাও প্রাথমিকের নিয়োগে সামিল হতে পারবেন। ডিভিশন বেঞ্চের বক্তব্য ছিল, যেহেতু নিয়োগের ঘোষণার দিন পর্যন্ত ওই প্রার্থীরা প্রশিক্ষণহীন তাই তাঁরা নিয়োগে অংশ নিতে পারবেন না।

পরে অবশ্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে খারিজ করে দেওয়া হয় এই নির্দেশ। তখন ডি.এল.এড প্রশিক্ষণরত চাকরিপ্রার্থীরা বাধ্য হয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ প্রাথমিকের ১২ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) প্রক্রিয়ায় স্থগিতাদেশের নির্দেশ দেন। শীর্ষ আদালত জানায়, এখনই নতুন করে শিক্ষক নিয়োগ করতে পারবে না পর্ষদ।

আরও পড়ুন: DA নিয়ে বড় আপডেট! নভেম্বরেই পড়তে পারে যবনিকা, আশার আলো দেখতে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

জুলাই শেষে এই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয় আদালত। যার ফলে চাকরিপ্রার্থীদের ভোগান্তি শুরু হয় চরমে । শুক্রবার মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে জানা গিয়েছে তা আবারো পিছিয়ে গিয়েছে।

আরও পড়ুন: WBCHSE New Rules: নয়া পদ্ধতি চালু! উচ্চ মাধ্যমিকের কোন নিয়ম বদলে গেল?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment