Primary Teacher: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর (OMR) শিট প্রকাশিত হয়েছে। যে সকল চাকরিপ্রার্থীরা পরীক্ষায় বসেছেন তারা তাদের ফলাফল BPSC এর অফিসিয়াল সাইটে গিয়ে দেখে আসতে পারেন।
বিহারের পাবলিক সার্ভিস কমিশন (BPSC) ২৪ থেকে ২৬ শে আগস্টের মধ্যে প্রশিক্ষিত স্নাতক শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষক ও প্রাথমিক শিক্ষক (Primary Teacher) পদে নিয়োগের জন্য পরীক্ষা পরিচালনা করে। পরীক্ষার প্রফেশপত্র বিগত ১০ ই আগস্ট প্রকাশ করা হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১,৭০,৪৬১ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়।
স্কুল শিক্ষকের প্রবেশিকা পরীক্ষার ফলাফলের OMR শিট ১ – ১০ ই অক্টোবর অবধি অফিসিয়াল সাইটে প্রকাশিত হবে। সংশ্লিষ্ট প্রার্থীরা তাদের ড্যাশবোর্ডে প্রবেশ করে OMR শিট চেক করতে পারবেন।
বিহারের BPSC প্রাথমিক শিক্ষকের (Primary Teacher) পরীক্ষার ওএমআর শিট কীভাবে চেক করবেন?
- প্রথমে বিহার পাবলিক সার্ভিস কমিশন (bpsc.bih.nic.in) এ যান।
- হোমপেজে ‘স্কুল টিচার কমপিটিটিভ এক্সামিনেশন’ ওএমআর শিট 1st – 10th August তে প্রার্থীর ড্যাশবোর্ডে ক্লিক করুন।
- আপনাকে অন্য পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে সেখানে রেজিস্টেশন নম্বর, রোল নম্বর ও জন্ম তারিখ লিখুন।
- এরপর ওএমআর ডাউনলোড করুন ও ভবিষ্যতে দরকারের জন্য প্রিন্ট আউট করে রাখুন।
অবশেষে ডিএ-র পরিমান বেড়ে দাঁড়ালো ৪৬%, অক্টোবরেই ডিএ বৃদ্ধির সুখবর পাবেন সরকারি কর্মীরা