Primary TET – ২০২৩ প্রাইমারি টেট নিয়ে বড় ঘোষণা পর্ষদের! কি বললেন গৌতম পাল

Share:

নিজস্ব সংবাদদাতা: শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় ২০২২ থেকে। এখনও খোলেনি মামলার জট। নিয়োগের দাবি, হকের চাকরি দাবিতে হাজার হাজার চাকরিপ্রার্থী রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছে। একাধিক মামলা চলছে আদালতে। যদিও গত বছরের মত এবারও ডিসেম্বর মাসেই প্রাথমিকের টেট পরীক্ষা (Primary TET Exam) হতে চলেছে, এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

সুপ্রিম কোর্ট -এর নয়া নির্দেশ! বাতিল হল ৫৫৮ জন শিক্ষকের অবৈধ চাকরি

টেট পরীক্ষায় (TET Exam 2023) বৃহস্পতিবার আবেদনের টাকা জমা দেওয়ার শেষ দিন ছিল। সেখানে দেখা গিয়েছে, এ বছর অনেকটাই কমছে প্রাথমিকের টেট পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা। জানা গিয়েছে, ৫০% কমতে চলেছে ২০২৩ এর টেটে আবেদনের সংখ্যা। ১৪ই সেপ্টেম্বর অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় চলতি টেটে বসার জন্য। আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ৪ অক্টোবর। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board) তাদের জন্য ৫ তারিখ পর্যন্ত সময় দিয়েছিল যারা আবেদন করেও টাকা জমা দেননি। ২০২৩ এ টেটে বসতে চলেছে এমন পরীক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, সমীক্ষায় এমনটাই জানা গিয়েছে।

৮ হাজার শূন্যপদে ভারতীয় স্টেট ব্যাংকে ক্লার্ক নিয়োগ! মাসিক বেতন ২৫,০০০ টাকা

প্রসঙ্গত, এবছর টেটে (Primary TET 2023) বসার জন্য কিছু পরীক্ষার্থীর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে। নিয়মে পরিবর্তন এসেছে গত বছর থেকে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কিছুদিন আগে নিয়োগ সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে নির্দেশ দেয়, প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে হলে D.El.Ed বা D.Ed ডিগ্রি থাকতেই হবে শিক্ষক-শিক্ষিকাদের। অর্থাৎ বিএড ডিগ্রি কারও যদি থেকে থাকে সেক্ষেত্রে প্রশিক্ষণ থাকা সত্ত্বেও সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্তরা এবার থেকে আবেদন করতে পারবে না প্রাথমিকে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment