Post Office Franchise Apply 2024: বাড়িতে বসেই সহজে ইনকাম করতে চান! ইচ্ছা রয়েছে নিজের স্বপ্নের ব্যবসা শুরু করার! কিন্তু কোন পথে হাঁটবেন খুঁজে পাচ্ছেন না!
Post Office Franchise Apply 2024
নিজের ব্যবসা শুরু করার ইচ্ছা কম বেশি সকলেরই থাকে। কিন্তু ব্যবসা শুরু করতে দরকার অনেকটা মূলধন। এই মূলধনের অভাবে অনেকেই স্বপ্ন পূরণ করতে পারেন না। অনেকে আবার বেশি মূলধন বিনিয়োগ করে ব্যবসায় আগ্রহী নন। বেশিরভাগ মানুষ চান কীভাবে কম মূলধন বিনিয়োগে বেশি টাকা আয় করা যায়।
আজকে আমাদের এই প্রতিবেদনে এমন এক ব্যবসার হদিস দেওয়া হবে যা দেখলে রীতিমতো আনন্দে লাফিয়ে উঠবেন আপনি। নিজের বাড়িতে বসেই শুরু করতে পারেন পোস্ট অফিসের ব্যবসা। মাসে আয় হবে বেশ ভালো মতোই। ৫০,০০০ টাকা ন্যূনতম আয় করতে পারবে এই পোস্ট অফিসের ব্যবসায়ী।
শুরু করবেন কীভাবে? কোথায় অ্যাপ্লাই করবেন? প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে? নিশ্চয়ই এত প্রশ্নই আপনার মনে ঘুরপাক খাচ্ছে! তবে চিন্তা করতে হবে না আর। আমাদের এই প্রতিবেদনেই সবটা খোলসা করে বলা যাক।
এটি আসলে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজির ব্যবসা। এই ব্যবসা যে কেউ বাড়িতে বসেই করতে পারবেন।
পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি (Post Office Franchise Apply 2024) কী?
এটি আসলেই ছোটখাটো পোস্ট অফিস বলা যেতে পারে। বর্তমানে বিভিন্ন মানুষ আধার কার্ডের বিভিন্ন কাজকর্ম করে থাকেন পোস্ট অফিসের মধ্যে দিয়ে। পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিলে পাবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিভিন্ন সুবিধা। এই ফ্রাঞ্চাইজির মাধ্যমে আপনি সেভিংস একাউন্ট খোলা লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ইত্যাদি টাকা দেওয়ার সুযোগ পাবেন।
এটি কত প্রকার (Post Office Franchise Apply 2024)?
এটি আসলে দুই ধরণের হয়ে থাকে।
যদি কোনও ইচ্ছুক ব্যক্তি তাঁর আশেপাশের এলাকায় পোস্ট অফিস নেই এমন জায়গায় ফ্রাঞ্চাইজি নিয়ে কাজ করতে চান তাহলে সেটা ছোটখাট পোস্ট অফিস বলেই গণ্য করা হবে। এটি অনেকটা ব্যাংকের সিএসপির মতোই। এটিকে বলা হয়, ফ্রাঞ্চাইজি আউটলেট।
বিভিন্ন গ্রাম কিংবা শহরে পোস্টাল এজেন্ট ফ্রাঞ্চাইজি নিয়ে শুধুমাত্র পোস্টার স্ট্যাম্প এবং insurance বিক্রি করতে পারবেন ব্যবসায়ী।
কারা কারা এই ফ্রাঞ্চাইজি নিতে পারবেন (Post Office Franchise Apply 2024)?
যেসব ব্যক্তিরা এই ফ্রাঞ্চাইজি নিতে চাইছেন তাদের অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। ন্যূনতম বয়স থাকতে হবে ১৮ বছর। যোগ্যতা অষ্টম শ্রেণী করতে হবে অবশ্যই। এক্ষেত্রে যদি ইচ্ছুক ব্যক্তির পরিবারের কেউ পোস্ট অফিসের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তিনি নিতে পারবেন না। এককালীন সিকিউরিটির মানি হিসাবে ডিপোজিট করতে হবে পাঁচ হাজার টাকা।
কীভাবে করবেন আবেদন?
এই সম্বন্ধে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে ইচ্ছুক ব্যক্তিকে। সেখানেই রয়েছে আবেদন ফর্ম। সেদিকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে ফিলাপ করতে হবে। সব প্রয়োজনীয় ডকুমেন্টস খুব ভালোভাবে অ্যাটাচ করতে হবে। এরপর জমা করে দিতে হবে পোস্ট অফিসের মেন ব্রাঞ্চে। এছাড়াও বিভিন্ন আনুষাঙ্গিক নথিপত্র জমা করার মাত্র ১৪ দিনের মধ্যেই আবেদনকারী জানতে পারবেন নিজের স্ট্যাটাস।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak