PM Vishwakarma Yojana: দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের কল্যাণের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এনেছেন একাধিক নতুন নতুন প্রকল্প যাতে গরীব মানুষের সুবিধা হয়। এই প্রকল্পের আওতায় রয়েছে রেশন, আবাসন, পেনশন, বীমা শিক্ষা, কর্মসংস্থানের মতো একাধিক গুরুত্বপূর্ণ দিকগুলো।
PM Vishwakarma Yojana Online Apply 2024
এরই মধ্যে সম্প্রতি ঘোষিত প্রধানমন্ত্রীর অন্যতম স্কিম হল বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)। এই সিমের ঘোষণা করা হয়েছিল গত বছরের ১৭ ই সেপ্টেম্বরে।
Name of The Scheme
এই প্রকল্পের অধীনে ১৮টি ঐতিহ্যবাহী ব্যবসা আওতাভুক্ত করা হয়েছে। এতে রয়েছে বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়ার বিধানও। এবার জেনে নেওয়া যাক কী করে, কোন ব্যক্তি, এই স্কিমের আওতায় আসতে পারেন! এই স্কিমের জন্য যোগ্য হতে হলে কী কী থাকাই বা প্রয়োজনীয়! কোন ও যোগ্য ব্যক্তি কী কী বা সুবিধা লাভ করে থাকবেন!
What is PM Vishwakarma Yojana?
এই স্কিমটি অনুযায়ী ঐতিহ্যগত দক্ষতা সম্পন্ন মানুষেরা তাদের স্বপ্নের ব্যবসা শুরু করতে পারবেন। এমন সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে থাকেএই স্কিম। এই স্কিমের দ্বারা কোনও ব্যক্তি শুধুমাত্র ঋণই পায় না, তার সঙ্গে সুযোগ পান উপযুক্ত প্রশিক্ষণ পাওয়ারও। স্বর্ণকার, কুমোর ছুতোর, মুচির মতো ঐতিহ্যবাহী দক্ষতা যুক্ত মানুষেরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় পেয়ে থাকবেন বিভিন্ন রকম সুবিধা।
Who will get the benefits of PM Vishwakarma Yojana 2024?
সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন
রাজমিস্ত্রি,
নৌকা নির্মাতা,
কামার,
তালা প্রস্তুতকারক,
নাপিত,
মালা প্রস্তুতকারক
এবং
ধোপারা।
এর সঙ্গে,
পাথর খোদাইকারী,
মাছ ধরার জাল প্রস্তুতকারক এবং
ঝুড়ি/মাদুর/ঝাড়ু প্রস্তুতকারকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
যদি কেউ মুচি/জুতা প্রস্তুতকারক এবং দর্জি হয়ে থাকেন, এছাড়াও যদি পুতুল এবং খেলনা প্রস্তুতকারক হন তবে তাঁরাও এই স্কিমের সুবিধা পাবেন। যদি পাথর ভাঙার কারিগর হয়ে থাকেন কোনও ব্যক্তি সকলেই এই স্কিমের সুবিধা পাবেন।
List of the Benefits of PM Vishwakarma Yojana
যারা এই স্কিমের আওতায় আসবেন তাদের প্রতিদিন দেওয়া হবে প্রশিক্ষণ। পরিবর্তে প্রতিদিন 500 টাকা উপবৃত্তি পাবেন সকলে।
প্রকল্পের অধীনে প্রণোদনা দেওয়ারও ব্যবস্থা রয়েছে।
স্কিমে যোগদানের পরে, সুবিধাভোগীদের টুলকিট কেনার জন্য 15,000 টাকা দেওয়া হবে। 1 লক্ষ টাকার প্রথম ঋণ গ্যারান্টি ছাড়া এবং একটি সাশ্রয়ী সুদের হারে দেওয়া হবে।
তারপর এই ঋণ পরিশোধের পরে অতিরিক্ত ২ লাখ টাকা ঋণ নেওয়া যাবে।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।