সম্প্রতি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। এই কাজ সমাপ্ত করে দিল্লিতে ফিরেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ফিরেই দেশবাসীর জন্য নতুন প্রকল্প ঘোষণা করেছেন তিনি। এবার কেন্দ্র সরকার চালু করতে চলেছে সূর্যোদয় যোজনা ২০২৪। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে ১ লাখের বেশি পরিবার। জেনে নিন বিস্তারিত। দেশবাসীর জন্য প্রধানমন্ত্রী চালু করতে চলেছেন সূর্যোদয় যোজনা ২০২৪। এই যোজনার দৌলতে ১ লাখের বেশি বাড়িতে লাগানো হবে সোলার প্যানেল।
PM Suryoday Yojana
যার ফলে বিদ্যুতের খরচ অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এই নিয়ে ঘোষণা করেছেন তিনি। বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে বিদ্যুৎ খরচ অনেকের কাছেই অতিরিক্ত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার দরিদ্র মানুষদের বিদ্যুৎ খরচ বাঁচাতে নতুন যোজনা নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। কিভাবে যুক্ত হবেন এই যোজনার সাথে? কিভাবে আবেদন করবেন? জেনে নিন আজকের প্রতিবেদনে।
PM Suryoday Yojana 2024 (প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা ২০২৪) এই যোজনার দৌলতে প্রত্যেকটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। এর ফলে দেশবাসীর বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। এই যোজনার বেশ কিছু সুবিধা রয়েছে।
প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার (PM Suryoday Yojana) সুবিধা –
এই যোজনার দৌলতে বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন দেশবাসী। সোলার প্যানেলের কারণে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হবে। আর বিদ্যুতের সুবিধাও পাবেন ২৪ ঘন্টা। এই কারণে দেশের প্রতিটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে জানিয়েছেন, পৃথিবীর আলোর আধার সূর্য। সূর্য দেবতার দৌলতে প্রতিটি মানুষ আলো পেয়ে থাকেন। এবার অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর রামলালার লীলা দেখাতে চালু হতে চলেছে সূর্যোদয় যোজনা।
রাম মন্দিরের পর এবার তৈরি হবে মসজিদ তৈরির কাজ, কেমন হবে নকশা? কীভাবে দেবেন অনুদান?
সূর্যোদয় যোজনায় আবেদনের যোগ্যতা –
১. আবেদনকারী সরকারি চাকরিরত হলে চলবে না।
২. আবেদনকারীর বার্ষিক আয় ১ লাখ টাকার নিচে হতে হবে।
৩. আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
সূর্যোদয় যোজনায় আবেদন করার পদ্ধতি –
সূর্যোদয় যোজনায় অনলাইন আর অফলাইন দুই মারফত আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করতে গেলে আবেদনকারীকে বিডিও অফিস থেকে সূর্যোদয় যোজনার ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর সেটি সঠিকভাবে পূরণ করে, প্রয়োজনীয় নথির জেরক্স কপি সহ পিন করে জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর তাঁরা একটি রশিদ পেয়ে যাবেন।
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে মহিলারা পাবে 12 হাজার টাকা! পুরুষরা পাবে 6 হাজার।
যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করতে হবে। সবশেষে রশিদ বের করতে হবে। তাহলেই আপনার আবেদনপত্র জমা হয়ে যাবে।