কেন্দ্র সরকারের জনপ্রিয় একটি স্কলারশিপ হল PM Scholarship, স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হয়। দেশের সমস্ত ছাত্র-ছাত্রী আগামীদিনের ভবিষ্যৎ। আর দেশের এই সমস্ত ছাত্র-ছাত্রী যাতে ভালো করে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার নানা ব্যবস্থা করে থাকে সরকার। কখনো ছাত্র ছাত্রীদের পোশাক দিয়ে, কখনো বই দিয়ে আবার কখনো অনলাইনে পড়াশোনার জন্য মোবাইল দিয়ে সহায়তা করে। এছাড়াও দেশের মেধাবী পড়ুয়া যারা আর্থিক কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না তাদের প্রদান করা হয় বিভিন্ন বৃত্তি বা স্কলারশিপ। যাতে গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যায় না পড়তে হয়।
PM Scholarship Scheme 2023
আজকের প্রতিবেদনের আপনাদের এমনই এক স্কলারশিপ সম্পর্কে জানাতে যাচ্ছি। প্রধানমন্ত্রী পরিচালিত এই স্কলারশিপটি ভারতীয় সেনাবিভাগের পক্ষ থেকে ভারতের দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়। ২০০৬ সাল থেকে এই স্কলারশিপটি দেওয়া শুরু হয়। তারপর থেকে প্রতি বছরই স্কলারশিপে আবেদন করে টাকা পায় ছাত্র ছাত্রীরা। কারা আবেদন করতে পারবে? কত টাকা বৃত্তি পাওয়া যাবে? কীভাবে আবেদন করতে হবে? সমস্তটা এই প্রতিবেদন থেকে জানেনিন।
কারা আবেদন করতে পারবে?
যে সমস্ত ছাত্র-ছাত্রী পিএম স্কলারশিপে (PM Scholarship) আবেদন করতে চান, তাদের দ্বাদশ শ্রেণী/ডিপ্লোমা/স্নাতক পরীক্ষায় ন্যূনতম নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরাই আবেদন করতে পারবেন। AICTE/UGC দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করা থাকতে হবে। প্রাক্তন সেনাকর্মী, কোস্ট গার্ড কর্মী বা মৃত সেনার সন্তান ও বিধবা মহিলারা এই স্কলারশিপের জন্য যোগ্য। তবে বিদেশে পাঠনরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
কত টাকা করে দেওয়া হবে?
পিএম স্কলারশিপে (PM Scholarship) আবেদন করলে আবেদনকারীদের মধ্যে থেকে ৫৫০০ জনকে বেছে নেওয়া হয়। এই সংখ্যক ছাত্র-ছাত্রীদের সমান ভাগে অর্থ ভাগ করে দেওয়া হয়। এ ক্ষেত্রে ছাত্ররা প্রতি মাসে ২৫০০ টাকা এবং ছাত্রীরা প্রতি মাসে ৩০০০ টাকা করে পেয়ে থাকে। যতদিন না কোর্স শেষ হচ্ছে ততদিন এই অর্থ প্রদান করা হয়।

কিভাবে অনলাইনের মাধ্যমে ফর্ম জমা করবেন
(১) পিএম স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমে
কেন্দ্রীয় সৈনিক বিভাগের অফিসিয়াল সাইট https://ksb.gov.in/ যেতে হবে।
(২) এরপর রেজিস্টার বাটানে ক্লিক করে পাসপোর্ট সাইজের ছবি আপলোড সহ আরো অনেক বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরন সঠিক ভাবে প্রদান করুন।
(৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে ইমেলে পেয়ে যাবেন আইডি ও পাসওয়ার্ড, যা দিয়ে লগ ইন করে আবেদন কারীর শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য প্রদান করতে হবে। এরপর সাবমিট বাটানে ক্লিক করে সাবমিট করলেই হয়ে যাবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র কী লাগবে?
এবার দেখে নেওয়া যাক এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে –
(১) পাসপোর্ট সাইজের ছবি, (২) আধার কার্ড, ৩) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, (৪) পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, (৫) আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, (৫) বোনাফাইড সার্টিফিকেট, (৬) প্রাক্তন কোস্ট গার্ডের ব্যক্তিগত শংসাপত্র, (৭) ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতা।
অবশ্যই পড়ুন » বাংলার সমস্ত ছাত্রছাত্রীদের বিরাট সুখবর, পড়াশোনার টাকা না থাকলে, খরচ চালাবে সরকার।
আবেদনের শেষ তারিখ কবে?
চলতি বছরের ১লা সেপ্টেম্বর থেকে পিএম স্কলারশিপ (PM Scholarship)২০২৩-এ আবেদন শুরু হয়েছে। আগামী ৩০শে নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে চলবে এই আবেদন প্রক্রিয়া।