সাধারণ মানুষের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে। যেগুলির মধ্যে থেকে অন্যতম হল PM Kisan Yojona বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র কৃষকরাই পান। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। তা সত্ত্বেও এই দেশে কৃষক মৃত্যুর হার অনেক বেশি। কৃষকদের যাতে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হতে না হয় আর কৃষিকাজে কোনো বাধা না পরে, সেই কারণেই এই প্রকল্পের সূচনা। কবে পাবেন আগামী কিস্তির টাকা? পরবর্তী আপডেট জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।
PM Kisan Yojona Next Installment Date in 2023
কৃষিকাজে আর্থিকভাবে যাতে সমস্যার সৃষ্টি না হয় সেই কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojona) আওতায় বছরে ৬ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয়ে থাকে। এই টাকা কৃষকরা তিন কিস্তিতে পেয়ে থাকেন। প্রত্যেক কিস্তিতে ২ হাজার টাকা করে তাঁদের ব্যাংক একাউন্টে সরকারের তরফ থেকে পাঠানো হয়। নভেম্বর মাসে এই PM Kisan Yojona র ১৫ তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এই টাকা প্রতিবছর প্রায় ১১ কোটি কৃষক পেয়ে থাকেন। এখনও পর্যন্ত এই PM Kisan Yojona কেন্দ্র সরকারের ১৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এই কারণে অনেকেই ভাবছেন ১৬ তম কিস্তির টাকা আদতে দেওয়া হবে কিনা? আর কবেই বা দেওয়া হবে? এখনও পর্যন্ত অনেকেই আবেদন করেননি। তাঁরা কিভাবে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন? এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে।
আপনাদের জানিয়ে রাখি, সূত্র মারফত জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই PM Kisan Yojona র ১৬ তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগেই এই টাকা কৃষকরা পেয়ে যাবেন। তাই ভয় পাওয়ার কিছু নেই। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ফেব্রুয়ারি মাসেই আপনারা ২ হাজার টাকা নিজেদের ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন। আপনারা চাইলে এই প্রকল্পের স্ট্যাটাস নিজেরাই দেখতে পারেন।
স্বাস্থ্যসাথী প্রকল্পের নিয়মে পরিবর্তন! সমস্যার মুখে কারা? জেনে নিন
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাস দেখার পদ্ধতি –
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বা PM Kisan Yojona র তালিকায় নিজের নাম দেখতে আপনাদের PM Kishan -এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর হোম পেজ থেকে বেনিফিশিয়ারি লিস্ট (beneficiary list) দেখতে হবে। সেখান থেকে আবেদনকারীর ব্লক, জেলা, রাজ্য ও গ্রাম নির্বাচন করে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। তাহলেই সাথে সাথে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন।
নতুন করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া –
সবার প্রথমে আপনাদের PM Kishan এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে গিয়ে নিজেদের আধার নম্বর ও ক্যাপচা কোড সঠিকভাবে লিখে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর নিজেদের ব্লক আর গ্রাম নির্বাচন করতে হবে। তারপর মোবাইল নম্বর ও আধারের তথ্য লিখে সেন্ড ওটিপি (Send OTP) অপশনে ক্লিক করতে হবে।
কৃষক বন্ধুদের কিষান যোজনার পরের কিস্তির টাকা কবে মিলবে। এক ক্লিকে জেনে নিন।
এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেটি সঠিক স্থানে বসানোর পর নিজের ব্লক, গ্রাম, জেলা ও রাজ্য লিখতে হবে। এরপর আপনার কিছু ব্যক্তিগত তথ্য ও ব্যাংকের তথ্য চাওয়া হবে। সেটি সঠিকভাবে পূরণ করার পর জমি সংক্রান্ত নথিগুলি স্ক্যান করে আপলোড করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
Written By Aindrila Dhani.