PM Kisan 17th Installment: চাষীদের জন্য সুখবর! পিএম কিষানের ১৭ তম টাকা ঢুকছে খুব শীঘ্রই! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ইতিমধ্যে পরিচালিত হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। যার সুযোগ সুবিধা পেয়ে থাকেন একাধিক কৃষক।
PM Kisan 17th Installment
এই প্রকল্পের আওতায় কৃষকদের প্রত্যেক চার মাস অন্তর দু’হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়। ইতিমধ্যেই কৃষকেরা পেয়ে গিয়েছেন ১৬তম কিস্তির টাকা। এবারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ১৭ তম কিস্তির টাকা! তবে খুব স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন জাগছে কবে ১৭ তম কিস্তির (PM Kisan 17th Installment) টাকা ঢুকবে!
১৭তম কিস্তির টাকা কবে দেওয়া হবে?
১৬তম কিস্তির টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছিল গত আঠাশে ফেব্রুয়ারিতে। এর পরবর্তী কিস্তি দেওয়া হবে জুন মাসে এমনটাই মনে করা হচ্ছে। সমগ্র দেশ জুড়ে রয়েছে লোকসভা নির্বাচন। আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসবে। তার কয়েকদিন পর এই গঠন করা হবে, নতুন সরকার।
গতবারে ১৬তম কিস্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই টাকা ছেড়ে দিয়েছিলেন। এই সময় প্রায় ৯ কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডির মাধ্যমে টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবারেও মনে করা হচ্ছে এই সংখ্যাটা প্রায় একই থাকবে।।
কারা কারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সঙ্গে যুক্ত হতে পারবেন?
যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী কৃষাণ যোজনা (PM Kisan 17th Installment) সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের অবশ্যই করিয়ে নিতে হবে কেওয়াইসি। একই সঙ্গে জমি যাচাই বাছাই না করা কৃষকরাও সুবিধা নিতে পারবেন না। তাই প্রত্যেকটি নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে।
যদি এই কিস্তির টাকা আপনি পেতে চান তবে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনাকে লিংক করিয়ে নিতে হবে আধার কার্ড। যদি কোনও কৃষকের আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করানো এখনও পর্যন্ত না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আটকে যাবে কিস্তির টাকা।