PM Kisan 2024: পিএম কিষাণ যোজনার টাকা আর পাবেন না, তালিকায় আপনার নাম আছে কিনা দেখুন

Share:

PM Kisan: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের বিভিন্ন রকম ত্রাণ প্রদানের জন্য চালু করেছিলেন এক বিশেষ স্কিম। যে বিশেষ স্কিমের অধীনে প্রত্যেক বছর মোট তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে ৬০০০ টাকা। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই দিয়েছেন ১৬ তম কিস্তির ২০০০ টাকা। তবে এমন অনেক কৃষক রয়েছেন যারা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পান না।

ADVERTISEMENTS

PM-Kisan Samman Nidhi Beneficiary Status

প্রধানমন্ত্রীর কিষাণ সম্মাননিধি যোজনা সুবিধা পেতে হলে বেশ কিছু শর্ত রয়েছে। যে শর্তগুলির পূরণ না করলে কৃষকরা পাবেন না তাদের মোট তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকা। তবে কী সেই শর্ত? পিএম কিষানের শর্ত অনুযায়ী যেকোনো মানুষ যদি এই স্কিমে আবেদন করতে চান তাহলে তাদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম।

বিহার রাজ্য সরকারের কৃষি বিভাগ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত যোগ্য জমিদারি কৃষক এবং এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সুবিধা থেকে বঞ্চিত যারা তাদের পিএম কিষান পোর্টালে কৃষক কর্নারের অধীনে আবেদন করতে হবে। এই আবেদন তারা করতে পারবেন অনলাইন মাধ্যমে।

কীভাবে আবেদন করতে হবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় (PM Kisan)?

পিএম কিষণ সম্মান্নিধি যোজনার অধীনস্থ অনলাইন পোর্টাল এ গিয়ে কৃষক কর্নারে আবেদন করতে হবে ইচ্ছুক ব্যক্তিকে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রয়োজনীয় বেশ কিছু শর্ত রয়েছে যা না মানলে আবেদনকারী এই সুবিধার আওতায় আসবে না।

শর্তগুলি হল (PM Kisan)

আবেদনকারীর থাকতে হবে নিজস্ব কৃষি জমি। কৃষি জমিতে অবশ্যই আবেদনকারীর নামে থাকতে হবে নিবন্ধিত। এক্ষেত্রে মনে রাখতে হবে ২০১৯ সালের পহেলা ফেব্রুয়ারির আগে অফিসিয়াল নিবন্ধীকরণ থাকতে হবে সেই আবেদনকারীর নামে। আবেদনকারীর নামে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আধার এবং এনপিসিআই এর সঙ্গে লিঙ্ক অবশ্যই থাকা উচিত।

কারা কারা প্রধানমন্ত্রী যোজনা (PM Kisan) সুবিধা পাবেন না?

যে সমস্ত পরিবারের সদস্যদের ইতিমধ্যেই রয়েছে এই প্রকল্পের নাম তাঁরা পাবেন না প্রধানমন্ত্রী কিষণের সুবিধা।

যে সমস্ত কৃষকদের নেই নিজস্ব চাষের জমি, যাদের বয়স ২০১৯ এর ফেব্রুয়ারি মাসের ১ তারিখে অনুযায়ী ১৮ বছর নয়, যে সমস্ত আবেদনকারী প্রাতিষ্ঠানিক জমির মালিক, যে সমস্ত আবেদনকারীর পরিবারের অন্য সদস্যরা ছিলেন আবার রাজ্যের প্রাক্তন কিংবা বর্তমান মন্ত্রী তারা পাবেন না এই প্রকল্পের সুবিধা।

যে সমস্ত আবেদনকারীর পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে অধিষ্ঠিত, যাদের পরিবারের সদস্য কেন্দ্র ও রাজ্য এর মেয়র কিংবা প্রাক্তন মন্ত্রী ছিলেন, সমস্ত কৃষকদের পরিবারের কোন সদস্য জেলা পরিষদের চেয়ারম্যান, মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র, লোকসভা ও রাজ্যসভা বা বিধানসভার প্রাক্তন সদস্য তারাও পড়বেন না এই প্রকল্পের আওতায়।

Written By Tithi Adak

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment