যুবক যুবতীদের জন্য দারুন সুযোগ। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে (PM Internship Scheme) সুযোগ-সুবিধা পাবেন আপনিও। কর্মসংস্থান সৃষ্টিতে মোদি সরকারের দারুণ উদ্যোগ। মাসে ৫০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্ট। সঙ্গে যুবক-যুবতীদের কর্মক্ষেত্রে জন্য তৈরি করা হবে। তাঁদের বিশেষ ট্রেনিং দিয়ে কর্মক্ষেত্রের পারদর্শী গড়ে তোলা হবে। অর্থাৎ তাঁদের ভবিষ্যৎ মজবুত হবে। আসুন দেখে নেওয়া যাক প্রকল্পের ডিটেলস।
PM Internship Scheme 2025
দেশের যুবসমাজের জন্য একটি দারুন সুখবর। কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী (Narendra Modi) চালু করলেন একটি নতুন প্রকল্প যার নাম ‘পিএম ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme)’. এই প্রকল্পের মাধ্যমে একজন যুবক-যুবতী যদি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করেন, তাহলেই তিনি পাবেন মাসিক ৫,০০০ টাকা ভাতা এবং দেশের শীর্ষ কোম্পানিগুলিতে কাজ শেখার সুযোগ।
পিএম ইন্টার্নশিপ স্কিমের সুবিধা
আগেই বলা হয়েছে, এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে দেশের যুবক-যুবতীদের ৫০০০ টাকা দেওয়া হবে। আর তার সঙ্গে তাঁদের ট্রেনিং দিয়ে পারদর্শী করে তোলা হবে।নির্বাচিত প্রত্যেক প্রার্থীকে মাসে ৫,০০০ টাকা দেওয়া হবে। এর মধ্যে ৪,৫০০ টাকা দেবে কেন্দ্র, আর বাকি ৫০০ টাকা সংশ্লিষ্ট কোম্পানি দেবে।
এছাড়া, এককালীন অনুদান রূপে ইন্টার্নশিপ শুরু করার সময় প্রার্থীরা পাবেন একবারে ৬,০০০ টাকা।অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য থাকছে সরকারি বিমা প্রকল্প ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’ ও ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’। এর প্রিমিয়াম বহন করবে সরকারই।
আরও পড়ুন: পুজোর আগে ব্যবসা করতে মহিলাদের ২ লাখ টাকা দিচ্ছে সরকার। আবেদন জানাবেন কিভাবে?
পিএম ইন্টার্নশিপ স্কিমের ভবিষ্যত অগ্রগতি
সরকারের দাবি, আগামী পাঁচ বছরে প্রায় এক কোটি তরুণ-তরুণীকে দেশের ৫০০টি শীর্ষ কোম্পানিতে ইন্টার্নশিপ করানো হবে। এর ফলে একদিকে যেমন যুবকদের কর্মদক্ষতা বাড়বে, তেমনই চাকরির বাজারে প্রতিযোগিতামূলক হয়ে উঠবেন তারা।
কারা আবেদন করতে পারবেন?
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ।
- বয়স হতে হবে ২১ থেকে ২৪ বছরের মধ্যে।
- পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।
- পরিবারের কেউ যদি সরকারি স্থায়ী কর্মচারী হন, তবে আবেদন করা যাবে না।
- উচ্চতর ডিগ্রিধারীরা (যেমন IIT, IIM, CA, MBA, MBBS) প্রকল্পের আওতায় আসবেন না।
পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদন করার নিয়ম
- আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন সরকারি ওয়েবসাইটে ভিজিট করুন।
- এর পরের ধাপে রেজিস্ট্রেশনের সময় আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে। ৩) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, আবেদনকারী প্রার্থী তাঁর পছন্দমতো কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
উপসংহার
কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রকল্প যুবসমাজকে শুধু আর্থিক সহায়তাই দেবে না, বরং কর্মজীবনের শুরুর জন্য তৈরি করবে একটি দৃঢ় ভিত্তি। তবে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন যে, এত বিশাল সংখ্যক আবেদনকারীর মধ্যে কাদের হাতে শেষ পর্যন্ত পৌঁছাবে এই সুযোগ? সেই উত্তরেরই অপেক্ষায় যুবসমাজ।