Petrol Diesel Price 2024: একলাফে অনেকটা কমল পেট্রোল-ডিজেলের দাম, আপনার শহরে দাম কত? দেখুন

Share:

Petrol Diesel Price: বেশ কিছুদিন ধরেই পেট্রোল ডিজেলের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন প্রত্যেকে। এরই মাঝে হঠাৎ সুখবর। এক লাফে অনেকটা দাম কমেছে পেট্রল ডিজেলের! শোনা যাচ্ছে এমনই খবর।

Petrol Diesel Price

কোথায় কোথায় কত দাম কমেছে? কোথায় কোথায় দাম বেড়েছে? কোন রাজ্যে কত দাম চলছে? আজকে আমাদের প্রতিবেদনে রইল বিস্তারিত।

বর্তমানে যেভাবে বেড়েছে যানবাহনের ব্যবহার তাতে পেট্রোল কিংবা ডিজেল ছাড়া মানুষের এক মুহূর্ত চলে না। যতদিন বাড়ছে ততই বাড়ছে, গাড়ি কেনার প্রবণতা। গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো কিংবা কোনও দরকার হলে নিজের গাড়িতেই চলে যাওয়া এখন মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বাসে-ট্রেনে ভিড়ের জন্য অনেকেই বাস ট্রেনের মুখোমুখি হন না।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বর্তমানে ৮৩ ডলার স্তরে পৌঁছে গিয়েছে। আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দামে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন লক্ষ্য না করা গেলেও বেশ কিছুটা কমেছে পেট্রল ডিজেলের দাম (Petrol Diesel Price).

দেখা যাচ্ছে জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং অসম সহ বেশ কয়েকটি রাজ্যের পেট্রোল ডিজেলের দাম সস্তা হয়েছে। তবে একইসঙ্গে তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, কেরালা এবং অন্যান্য রাজ্যে একলাফে দাম বেড়ে গিয়েছে পেট্রোল ডিজেলের। এবারে দেখে নেওয়া যাক কোন রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম কত চলছে (Petrol Diesel Price)!

প্রথমেই দেখে নেওয়া যাক বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)

নয়ডা: পেট্রোল প্রতি লিটার 95.01 টাকা এবং ডিজেল প্রতি লিটার 87.96 টাকা রয়েছে আজ সকালের তথ্য অনুযায়ী।

গুরুগ্রাম: পেট্রোল প্রতি লিটার 95.05 টাকা এবং ডিজেল প্রতি লিটার 88.05 টাকা রয়েছে আজকের সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী।

বেঙ্গালুরু: পেট্রোল প্রতি লিটার 99.84 টাকা এবং ডিজেল প্রতি লিটার 85.93 টাকা রয়েছে।

চণ্ডীগড়: পেট্রোল প্রতি লিটার 94.24 টাকা এবং ডিজেল প্রতি লিটার 82.40 টাকা, এমন দামই দেখা যাচ্ছে।

আরও পড়ুন: Top 6 Pension Schemes: অবসরের পরে পাবেন ১০,০০০ টাকা, রইল সেরা ৬টি পেনশন স্কিমের হদিশ

হায়দ্রাবাদ: পেট্রোল প্রতি লিটার 107.41 টাকা এবং ডিজেল প্রতি লিটার 95.65 টাকা দাম পড়ছে আজকের নতুন প্রকাশ্যে আসা দাম অনুযায়ী।

জয়পুর: পেট্রোল প্রতি লিটার 101.30 টাকা এবং ডিজেল প্রতি লিটার 90.36 টাকা রয়েছে।

পাটনা: পেট্রোল প্রতি লিটার 105.18 টাকা এবং ডিজেল প্রতি লিটার 92.04 টাকা রয়েছে।

লখনউ: পেট্রোল প্রতি লিটার 94.56 টাকা এবং ডিজেল প্রতি লিটার 87.76 টাকা।

৪ মেট্রোতে পেট্রোল ডিজেলের দাম

দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম 94.72 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার 87.62 টাকা হিসাবে বিক্রি হচ্ছে। মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে 104.21 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার 92.15 টাকা হিসাবে বিক্রি হচ্ছে আজকে।

কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে 103.94 টাকা এবং ডিজেলের দাম 90.76 টাকা প্রতি লিটার এবং চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে 100.76 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার 92.35 টাকা হিসাবে বিক্রি হচ্ছে আজকে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment