Savings Account: ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা পছন্দের! দেশের অধিকাংশ মানুষ এমন রয়েছেন যাদের রয়েছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড জন্যেই ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেকের প্রয়োজনীয়। বেশিরভাগ মানুষই এমন রয়েছেন যারা মিনিমাম ব্যালেন্স কত টাকা উচিত সেই সম্পর্কে জানেন না! এই সম্পর্কে 10টি নিয়ম রয়েছে যা অবশ্যই প্রত্যেকের জেনে রাখা উচিত।
Open Savings Accounts Online
এর মধ্যে রয়েছে টাকা জমা দেওয়ার সর্বোচ্চ সীমা থেকে শুরু করে (Saving Account) এটিএম ডেবিট কার্ড এর জন্য চার্জ (Saving Account) কিংবা চেক বইয়ের জন্য চার্জ সবকিছুই। এই সম্পর্কে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে।
কোনও ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্টে সর্বনিম্ন অ্যামাউন্ট (Savings Account) না থাকলে সে ক্ষেত্রে সেই ব্যাংক সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একটি চার্জ কেটে থাকে। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের নিয়ম বিভিন্ন। কোনও ব্যাংক থেকে বলা হয় তাদের অ্যাকাউন্টে রাখতে হবে সর্বোচ্চ হাজার টাকা তাও আবার কোন ব্যাংক থেকে বলা হয় তাদের একাউন্টে সর্বনিম্ন টাকা রাখতে হবে 10 হাজার টাকা।
ওদিকে আয় করার নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তি তার আর্থিক বছরে সেভিংস একাউন্টে (Savings Account) জমাতে পারেন নগদ 10 লক্ষ টাকা। এটাই সর্বাধিক। এর চেয়ে বেশি যদি জমা পড়ে তাহলে অবশ্যই ব্যাংকগুলোকে সেই লেনদেনের বিষয়ে জানাতে হবে আয়কর বিভাগকে। যখন কোন ব্যক্তি নিজের ব্যাংক অ্যাকাউন্টের 50,000 টাকা কিংবা তার বেশি নগদ জমা করে থাকেন তখন তাকে সরবরাহ করতে হয় তার প্যান নম্বর। কোন ব্যক্তি একদিনে জমা করতে পারেন এক লক্ষ টাকা অবধি। যদি কোনও ব্যক্তি নিয়মিত তার অ্যাকাউন্টে নগদ টাকা জমা না দেন সে ক্ষেত্রে এই সীমা বেড়ে দাঁড়ায় 2.50 লক্ষ টাকা।
March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন
যদি কোনও ব্যক্তি তার অ্যাকাউন্টে জমা করে থাকেন ১০ লক্ষ টাকার বেশি তাহলে আয়করে (Savings Account) ধরা পড়লে তাকে দিতে হবে অবশ্যই মোটা অংকের জরিমানা। সেই ব্যক্তির আয়ের উৎস নির্দিষ্ট না করলে আমানতের ক্ষেত্রে ৬০ শতাংশ করে এবং ২৫ শতাংশ এবং ৪ শতাংশ সেজ আসতে পারে বলে জানা যাচ্ছে।
প্রত্যেকেই আমরা নিজেদের উপার্জিত অর্থ সুরক্ষিত রাখার জন্য একটি সঞ্চয়ী অ্যাকাউন্টে অর্থ জমা করে থাকি। এমন পরিস্থিতিতে এই সর্বোচ্চ সীমা নির্ধারিত থাকে না কোনও। যদি কোনও ব্যক্তি সেভিংস অ্যাকাউন্টে বড় অংকের টাকা রাখেন তাহলে সেটিকে ফিক্সড ডিপোজিটের রূপান্তর করা হয়ে থাকে। যা অর্থের ন্যায্য ফেরত দেওয়া হয় এককালীন। বিভিন্ন ব্যাংকগুলোতে স্বল্পমেয়াদি থেকে দীর্ঘমেয়াদী অর্থাৎ সর্বনিম্ন 7 দিন থেকে 10 বছর পর্যন্ত রয়েছে একাধিক আমানত স্কিম। এই আমানত কিংবা ফিক্সড ডিপোজিট স্কিমের পক্ষ থেকে এককালীন দেওয়া হয়ে থাকে ভালো পরিমাণে রিটার্ন।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak