Old Note Sale: ধনী হতে কে না চায়! সবারই আশা থাকে, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সোনাদানা সহ একটা স্থায়ী সম্পদ তৈরি করার। কিন্তু চাইলেই তো আর হবে না। ছোটখাটো চাকরি-বাকরি বা কোনো ব্যবসা করে লাখপতি বা কোটিপতি হওয়া সম্ভব নয়। যারা সাধারণ পরিবারের মানুষ তাদের সদাসর্বদা কঠোর পরিশ্রম করে যেতে হয়।দৈনন্দিন জীবন যাপন করার জন্য লড়াই করতে হয়।কিন্তু মনের গভীরে আশা থেকেই যায়, যদি কোনোভাবে একটু বিলাসবহুল জীবন যাপন করা সম্ভব হতো।এরকম ভাবনা যাদের রয়েছে, তারা একবার এই প্রতিবেদন পড়ে দেখতে পারেন।
বহু মানুষের পুরনো জিনিসপত্র সংগ্রহ করে রাখার শখ রয়েছে। তা সে পুরনো কয়েন, নোট, ডাকটিকিট, খাম, সংবাদপত্র, বই, ম্যাগাজিন, অনেক কিছুই হতে পারে। এবার যদি পুরনো কোনো নোট (Old Note) সংগ্রহ করে রেখে থাকেন, তাহলে সেই নোট আপনাকে নিমেষের মধ্যে লাখপতি করে দিতে পারে। হ্যাঁ, এরকম একটি খবরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দ্বারা সামনে এসেছে। এই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। Old Not Sale.
বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় (Digital Media) প্রচারিত খবর অনুযায়ী আন্তর্জাতিক বাজারে পুরনো নোট বেশ চড়া দামে বিক্রি হয়ে থাকে। বহু ক্রেতা অনেক বেশি দাম দিয়ে পুরনো এই ধরনের নোট (Old Note Selling) কিনে থাকেন। আর তাই যদি আপনার কাছে ১০০ টাকার কোনো পুরনো নোট থাকে তাহলে তাই দিয়েই আপনি খুব সহজে ৫ লক্ষ টাকা আয় করতে পারবেন। পুরনো ওই ১০০ টাকার নোট অনলাইন পোর্টালে গিয়ে নথিবদ্ধ করলেই ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে নেবে।
তবে ওই ১০০ টাকার নোটের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। ওই নোটে ৭৮৬ নম্বর থাকতে হবে। মুসলিম সম্প্রদায়ের কাছে ৭৮৬ সিরিয়াল নম্বরটি সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। আর তাই চড়া দামে ওই নম্বরের নোট বিক্রি হয়। যদি ১০০ টাকার নোটের সিরিয়াল নম্বর ৭৮৬ হয়, তাহলে আপনি তা বিক্রি করে লাখপতি হতে পারবেন। এবার কিভাবে ওই নোট বিক্রি করবেন জেনে নেওয়া যাক।
How To Sale Old Note Online:
প্রথমেই coinbazzar.com বা ebay.com অনলাইন পোর্টালে গ্রাহক হিসেবে রেজিস্টার করতে হবে।
এরপরে আপনার কাছে থাকা ১০০ টাকার নোটের ছবি তুলে আপলোড করতে হবে। ছবিটি কোনোরকম এডিট করা ছাড়াই আপলোড করবেন।
যদি ওই নোট কিনতে কোনো ক্রেতা আগ্রহী হন তাহলে তিনি সরাসরি আপনার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন। আর আপনি বিক্রি করে লাখপতি হতে পারবেন।
একটা কথা বলে রাখা দরকার। নোট বিক্রি (Old Note Sale) সংক্রান্ত যে খবর এখানে দেওয়া হলো তা বিভিন্ন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে নোট বিক্রি করতে গেলে সমস্তদিক ভেবেচিন্তে বুঝেশুনে এগোবেন। কারণ নোট বিক্রির মাধ্যমে জালিয়াতরা ফাঁদ পেতে বসে থাকে। তাতে সর্বস্বান্ত হতে পারেন। তাই এই বিষয়ে সতর্ক থাকবেন।
প্রাইমারি শিক্ষক নিয়োগে বড় নিয়ম বদল, এই ডিগ্রি ছাড়া চাকরি বাতিলের নির্দেশ।