চালু হলো APAAR Card! কেন্দ্রের তরফে নয়া পদক্ষেপ

Share:

নিজস্ব সংবাদদাতা: বার্থ অফ সার্টিফিকেট, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ইত্যাদি গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজ করে ভারতের প্রতিটি নাগরিকদের কাছে। তবে এসবের বাইরেও কেন্দ্রের তরফ থেকে হামেশাই নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয় নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করার জন্য। বিশেষত এই সকল বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে, স্বচ্ছতা এবং দেশের নাগরিকদের জীবন আরও সহজ সরল করে তোলার জন্য।

ADVERTISEMENTS

এবার কেন্দ্রের তরফ থেকে ঠিক সেই রকমই গুরুত্বপূর্ণ একটি কার্ড (APAAR CARD) চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন যে কার্ড চালু করার পরিকল্পনা কেন্দ্রের তরফ থেকে গ্রহণ করা হয়েছে তা হলো ‘APAAR’ কার্ড। এই কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এবং এই কার্ড কাদের জন্য তৈরি করা হবে সেটি সম্পর্কেই তথ্য দেওয়া হবে আজ এই প্রতিবেদনের মাধ্যমে।

রাজ্য সরকারি কর্মীরা কি পুজোর আগেই DA হাতে পাবেন? সাফ জানিয়ে দিলেন অর্থমন্ত্রী

নতুন যে APAAR Card তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় তরফ থেকে তা মূলত তৈরি করা হবে পড়ুয়াদের জন্য। জাতীয় শিক্ষানীতি এবং এক দেশ এক আইডি-কে হাতিয়ার করে এই কার্ড তৈরি করা হবে। ‘APAAR’ এর পুরো অর্থ হলো অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। স্কুল পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধরনের কার্ড তৈরি করার।

নতুন এই কার্ডের জন্য স্কুল কর্তৃপক্ষকে অভিভাবকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৬ থেকে ১৮ অক্টোবরের মধ্যে। কোনও অভিভাবক যদি এই ধরনের কার্ড করানোর ক্ষেত্রে সম্মতি না দেন তাহলে ওই পড়ুয়ার কার্ড তৈরি করা যাবে না, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

অনেকে পাচ্ছে আবার অনেকে পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা, কি বললেন মুখ্যমন্ত্রী

APAAR Card এর সুবিধা কী কী?

পড়ুয়ার শিক্ষা জীবনের গ্রাফ নথিভূক্ত থাকবে এই কার্ডে। অধিকাংশ তথ্য সংগ্রহ করে নেওয়া হবে পড়ুয়াদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড থেকেই। এছাড়াও স্কুল কর্তৃপক্ষকে তথ্য নিয়ে রাখতে বলা হয়েছে, যারা কার্ড তৈরি করানোর জন্য সম্মতি দেবেন সেই সকল পড়ুয়াদের উচ্চতা, রক্তের গ্রুপ, ওজন ইত্যাদি সম্বন্ধে। UDISE পোর্টালে এইসব তথ্য আপলোড করতে হবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment