Primary Teacher
Primary Teacher: রাজ্যে সরকারি চাকুরিজীবি এবং শিক্ষকদের বেশ করুণ অবস্থা। রাজ্যে টেট নিয়ে ধর্না, আন্দোলনের সমাপ্তি নেই। তারই মধ্যে সুপ্রিম কোর্টের নতুন রায়। এক অন্য মামলার রায় দিতে গিয়ে নতুন এই রায়। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায় যদি কোন চাকরি প্রার্থী D.Ed, B.Ed বা D.El.Ed প্রশিক্ষণ প্রাপ্ত হন তবে তিনি অনায়াসে প্রাথমিকে চাকরি করতে পারবেন।
এছাড়া আরও জানানো হয় কোন প্রার্থী Primary Teacher হতে হলে তার B.Ed ডিগ্রি থাকলেই হবে না। সেই ডিগ্রি থাকা সত্ত্বেও সে কখনই চাকরিতে আবেদন যোগ্য হবে না, সেই ব্যক্তির D.El.Ed অর্থাৎ Diploma in Elementary Education বা D.Ed অর্থাৎ Diploma in Education ডিগ্রি থাকতেই হবে।
২০২০ সালে চাকরি পাওয়া বেশির ভাগ শিক্ষকদের এই ডিগ্রি নেই। কারন সেই সময় চাকরি পাওয়া নিয়মে D.Ed এর কোন উল্লেখ ছিল না। তখন B.Ed ডিগ্রি থাকলে আবেদন করা যেত। ফলে তার ভিত্তিতেই বেশির ভাগ শিক্ষকের চাকরি হয়েছিল। এখন সুপ্রিম কোর্টের এই নির্দ্দেশে বেশ চিন্তায় পরেছেন অনেক শিক্ষক।
তবে তাদের চিন্তা দূর করতে পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যে শিক্ষক – শিক্ষিকাদের শুধু মাত্র B.Ed ডিগ্রি আছে তাদের নতুন করে ২০২৩-২০২৫ বর্ষেই D.El.Ed প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। প্রশিক্ষণ দিতে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে সরকার।
দুর্গা পূজোর আগে সুখবর সরকারি কর্মীদের জন্য, শেষ পর্যন্ত বাড়তে চলেছে DA.
ফের রাজ্যে ছুটি ঘোষণা, খুশি সরকারি কর্মীরা।
প্রতিটি জেলার প্রাথমিকে শিক্ষা সংসদে চিঠি পাঠিয়ে D.El.Ed বা D.Ed এর প্রশিক্ষণ অপ্রাপ্ত শিক্ষকদের নাম তালিকা ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু মাত্র ২০২০ নয় ২০২২ এ ও প্রায় ১১ হাজার নতুন প্রার্থীর নাম তালিকা ভুক্ত হয়েছিল তাদের চাকরিও এখন অনিশ্চিত। তবে এই নতুন নিয়মে কতটা লাভ বা ক্ষতি হয়েছে বলে আপনাদের মনে হয় তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।