LPG Gas Cylinder – রান্নার গ্যাস বুকিং এর নিয়মে বড় পরিবর্তন! না মানলে ভর্তুকি বন্ধ।

Share:

LPG Gas Cylinder আপনি কি গ্যাসে রান্না করেন? আপনার বাড়িতে কি গ্যাসের কানেকশন রয়েছে? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিসেম্বর মাসে নতুন নিয়ম লাগু হয়েছে। পরিবর্তন এসেছে গ্যাস বুকিং এর পদ্ধতিতে। এবার থেকে নতুন নিয়ম মেনেই বুক করতে হবে গ্যাস সিলিন্ডার। তা না হলে বাড়িতে আর গ্যাস ডেলিভারি হবে না! জেনে নিন নতুন নিয়ম সম্পর্কে।

ADVERTISEMENTS

New Rules For LPG Gas Cylinder Booking Subsidy

এখনকার সময় দাঁড়িয়ে প্রতিটি মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে যুক্ত হয়েছে LPG Gas Cylinder. বেশ কয়েক বছর আগে মানুষ গ্যাসে রান্না করত না। সেই সময় ভরসা করতে হত কাঠ, কয়লা ও ঘুটের মত সামগ্রীর ওপর। কিন্তু এখন গ্যাস ছাড়া মানুষের চলেনা। এলপিজি সিলিন্ডারের ব্যবহার মানুষকে অনেকটা সাহায্য করেছে। এখন খুব কম সংখ্যক মানুষই এমন রয়েছে যারা এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন না।

প্যান কার্ড আর ভোটার কার্ডের পর এবার রান্নার গ্যাসের সাথেও করাতে হবে বায়োমেট্রিক আপডেট। আর তা না হলে বাড়িতে গ্যাসের ডেলিভারি হবে না! ফলে সমস্যায় পড়ে যাবেন আপনারা। LPG Gas Cylinder এ কানেকশন বাড়ির নির্দিষ্ট সদস্যের নামে থাকে। এবার গ্যাসের কানেকশনের সাথে বাড়ির সেই সদস্যের বায়োমেট্রিক আপডেট করাতে হবে। আর গ্যাস ডেলিভারির সময় তার আঙ্গুলের ছাপ লাগবে।

রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে নয়া নিয়ম জারি করলেন প্রধানমন্ত্রী!

এতদিন বাড়ির যে কোন সদস্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে গ্যাস বুক করতে পারতেন। আর গ্যাস ডেলিভারির সময়েও যে কেউ বাড়িতে থাকলেই হত। কিন্তু এবার থেকে এই নিয়মে পরিবর্তন এসেছে। এবার থেকে গ্যাস ডেলিভারির সময় যার নামে কানেকশন আছে, তার বায়োমেট্রিক পরীক্ষা করেই গ্যাস ডেলিভারি দেবেন ডেলিভারি ম্যান। অর্থাৎ গ্রাহকের আঙুলের ছাপ অথবা মুখমন্ডলের স্ক্যান ম্যাচ করলে তবেই গ্যাস ডেলিভারি দেওয়া হবে।

Aadhar Card Link (আধার কার্ড লিঙ্ক)

এই কারণে যার নামে গ্যাস তাকে সেই সময় বাড়িতে উপস্থিত থাকতেই হবে। এর ফলে আর গ্যাস নিয়ে কোন কারচুপি করার জায়গা থাকবে না। এই নতুন নিয়ম আসার পর থেকেই চিন্তায় পড়েছেন একাধিক গ্রাহক। শুরু হয়েছে নতুন বিতর্ক। এবার প্রশ্ন হচ্ছে, যার নামে গ্যাস তিনি যদি কোন কারনে বাড়ির বাইরে থাকেন সে ক্ষেত্রে গ‍্যাস ডেলিভারি কিভাবে নেওয়া হবে? ডেলিভারি ম্যান তো আর বারবার গ্যাস নিয়ে আসতে পারবেন না!

আর লাইনে দাঁড়াবেন না। রান্নার গ্যাস বুকিং থেকে eKYC আধার লিংক, সব করুন WhatsApp ও মোবাইলের মাধ্যমে।

আর প্রত্যেক বার কিভাবে গ্যাস ডেলিভারির সময় গ্রাহক বাড়িতে উপস্থিত থাকবেন? আর একবার গ্যাস ফেরত চলে গেলে তা আবারর ডেলিভারি পাওয়া সমস্যার হয়ে যায়। সাধারণ মানুষের এই অসুবিধার কথা ভেবে পরিবর্তন আসবে কি নতুন নিয়মে? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। আজকের প্রতিবেদনটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন। প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ।
Written by Aindrila Dhani.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment