NCERT Syllabus 2024: স্কুল শিক্ষার জন্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের ওপর নির্ভর করেই নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ এর তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণির জন্য প্রকাশ করা হতে চলেছে নতুন বই। এনসিআরটি ডিরেক্টর প্রফেসর দীনেশপ্রসাদ সাক্লানি এই প্রসঙ্গে জানিয়েছেন, নতুন বইয়ের পাশাপাশি ব্রিজ কোর্স তৈরি করা হবে।
NCERT Syllabus 2024
এজন্যে বিভিন্ন বিষয়ে গঠন করা হবে কমিটি (NCERT Syllabus 2024)। পুরনো প্যাটার্ন থেকে সরে এসে নতুন সিলেবাস পড়ানো হবে পড়ুয়াদের। পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ 2025 এর মধ্যেই সমস্ত শ্রেণীর জন্য নতুন পাঠ্যপুস্তক তৈরি করা হবে।
এই প্রসঙ্গে প্রফেসর ডি সাকলানি কী বলেছেন?
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন গত বছর ২০২৩ সালের জুলাই মাসের দ্বিতীয় শ্রেণি পর্যন্ত নতুন পাঠ্য পুস্তক নিয়ে আসা হয়েছিল সকলের সামনে এবং এই বছর তৃতীয় শ্রেণীতে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উঠেছেন তাদের শুধুমাত্র নতুন পাঠক্রমের ওপর ভিত্তি করেই তৈরি করা হবে পাঠ্যপুস্তক (NCERT Syllabus 2024)। জাতীয় শিক্ষানীতি ২০২০ এর অধিনস্ত দ্বিতীয় শ্রেণীর শিশুরা ইতিমধ্যেই নতুন সিলেবাসের উপর ভিত্তি করে জারি করা বই থেকে পড়াশোনা করেছে প্রত্যেকে।
তাই যখন তারা তৃতীয় শ্রেণীতে উঠে যাবেন সেক্ষেত্রে কোন রকম সমস্যায় পড়বেন না। অন্যদিকে ষষ্ঠ শ্রেণীতে ওঠা নতুন শিক্ষার্থীরাও পেয়ে যাবেন নতুন বই। তবে এই শ্রেণীর পড়ুয়াদের জন্য বেশ কিছুটা অসুবিধা হতে পারে এমনটাই মনে করা হচ্ছে।
ব্রিজ কোর্সের এর জন্য প্রশিক্ষণ
নতুন পাঠ্য বই শুরু করার আগে শিক্ষকদের প্রথমে ব্রিজ কোর্সের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষকরা যাতে খুব সহজেই পুরনো প্যাটার্ন থেকে নতুন প্যাটার্নের স্থানান্তরিত হতে পারেন এবং কোনওরকম সমস্যায় পড়তে না হয়। এই বিবেচনার মাধ্যমেই সিলেবাসের সমস্ত বিষয়ের ওপর ব্রিজ কোর্স ডেভেলপমেন্ট গ্রুপ গঠন করা হয়েছে। ষষ্ঠ শ্রেণি যারা মূলত এই ব্রিজ কোর্সের অধীনে আওতায় পড়বেন (NCERT Syllabus 2024)।
এই প্রসঙ্গে সাকলানি আরো বলেছেন ব্রিজ কোর্সের জন্য প্রথম শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারপরে বাচ্চাদের নতুন করে সিলেবাস এবং সম্পূর্ণ প্যাটার্ন সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে।
এই কোর্সের প্রস্তুতিতে হিন্দি, সংস্কৃত, ইংরেজি, উর্দু, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত, শিল্প শিক্ষা, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা বিষয়ের ওপর একটি কমিটি, ইতিমধ্যে গঠন করা হয়ে গিয়েছে। এমনকি দ্রুতগতিতে চলছে নতুন বই তৈরির কাজ।
এনসিআরটি পুরনো প্যাটার্ন থেকে নতুন সিলেবাসে সুইচ করার জন্য একটি পাঠক্রমিক রূপান্তর পরিকল্পনা ব্যবস্থা তৈরি করেছে ইতিমধ্যেই। ব্রিজ কোর্স করার সময় কমিটি শুধুমাত্র দেখবে ক্লাস 5 এর পুরনো এবং নতুন সিলেবাস এর মধ্যে কী কী পার্থক্য রয়েছে। সেই সমস্ত পার্থক্য সম্পর্কে বোঝা পড়ুয়া এবং শিক্ষকদের জন্য ঠিক কতটা ছাপের হবে কীভাবে শিশু এবং শিক্ষককে পুরনো প্যাটার্ন থেকে নতুন প্যাটার্নের নিয়ে যেতে হবে সেই বিষয়েই সবটা এবারে আলোচনা করা হবে।
শিক্ষকদের এই প্রসঙ্গে দেওয়া হবে প্রশিক্ষণ, যাতে তারা পড়ুয়াদের সবটা বুঝিয়ে বলতে পারেন সেই বিষয়েও নজর রাখা হবে। টানা একমাস ধরে শিক্ষকদের এই কোর্স করতে হবে। একজন শিক্ষার্থী যখন অষ্টম থেকে নবম শ্রেণিতে উঠবেন তাকে সেই সময় ব্রিজ কোর্স করতে হবে। ঠিক একইভাবে যে সমস্ত পড়ুয়া দশম থেকে একাদশ শ্রেণীতে যাবেন তাদের এই ব্রিজ কোর্স করে নিতে হবে (NCERT Syllabus 2024)।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak