Mukhyamantri Mahila Samman Yojana: মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা, লক্ষ্মী ভাণ্ডারের মতো আরও একটি প্রকল্প চালু ‘এই’ রাজ্যের, মহিলারা পাবেন আরও 1000 টাকা!

Share:

Mukhyamantri Mahila Samman Yojana: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অনুসরণ করে মহিলাদের জন্য আরও এক স্কিম চালু হল এই রাজ্যে! যে স্কিম অনুযায়ী মহিলারা মাসে পাবেন 1000 টাকা করে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ইতিমধ্যে কারোরই অজানা নয়।

ADVERTISEMENTS

Mukhyamantri Mahila Samman Yojana

চলতি বছরের বাজেট ঘোষণার দিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে। আগে এই প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীরা পেতেন মাসে 500 টাকা করে। সম্প্রতি সেই টাকা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 1000 টাকা।

দিল্লি সরকার আম আদমি পার্টির পক্ষ থেকে 76 হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে সোমবার। তারা দিল্লিতে রাম রাজ্যের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত বলে দাবি করেছে এই দিন এবং এর অধীনে থাকা সমস্ত মহিলাদের জন্য 1000 টাকা করে প্রত্যেক মাসে টাকা দেওয়ার ঘোষণাও করা হয়েছে।

নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই পদক্ষেপকে বিশ্বের সবচেয়ে বড় পদক্ষেপ বলে ঘোষণা করেছেন এ দিন। লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণের তৈরি এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ (Mukhyamantri Mahila Samman Yojana)। এই প্রকল্পের অধীনে 18 বছর বা তার বেশি বয়সী সমস্ত মহিলারা প্রত্যেক মাসে পেয়ে যাবেন 1000 টাকা করে।

দিল্লি সরকার এই প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ করেছেন (Mukhyamantri Mahila Samman Yojana) দু’হাজার কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে রয়েছেন প্রায় 67 লক্ষ মহিলা ভোটার। যাদের মধ্যে 45 থেকে 50 লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় পড়বেন। আয়কর প্রদানকারী এবং অন্যান্য প্রকল্পের আওতায় থাকা মহিলারা পড়বেন না এই প্রকল্পের আওতায়।

এই প্রকল্প পেশ করার দিন দিল্লির অর্থমন্ত্রী অতিশী বলেছেন (Mukhyamantri Mahila Samman Yojana) যে সমস্ত মহিলারা এই প্রকল্পের যোগ্য তাদেরকে একটি ফরম পূরণ করতে হবে। সেই ফর্মে উল্লেখ থাকবে স্বঘোষিত একটি বয়ান। যেখানে সুবিধাভোগী মহিলা স্বীকার করবেন তিনি কোনওরকম সরকারি প্রকল্পের অংশীদার নন, তিনি একজন সরকারি কর্মচারী ও নন এবং তার পাশাপাশি তিনি আয়কর প্রদানকারী নন। এই ফর্মের ভিত্তিতেই তার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের (Mukhyamantri Mahila Samman Yojana) সমস্ত নথি খতিয়ে দেখা হবে।

পশ্চিমবঙ্গের তৃতীয়বার সরকার গঠনের পর রাজ্যে চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই একই পথে মহিলাদের উদ্বুদ্ধ করতে এবং তাদের মনের জোর বাড়াতে হাঁটলেন দিল্লির সরকার অরবিন্দ কেজরিওয়ালও। তবে এই প্রকল্পের সুবিধা কবে থেকে মহিলারা পাবেন সেই বিষয়ে যদিও এখনও কিছু খোলসা করে বলা হয়নি।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment