আর নয় ফ্রি! এবার থেকে ফেসবুক ও ইনস্ট্রগ্রাম চালাতে লাগবে প্রচুর টাকা। আগামী মাসেই লঞ্চ হবে মেটার নতুন প্ল্যান

Share:

বর্তমানে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারকারী সংখ্যা হুহু করে বেড়ে চলেছে। বেড়ে চলেছে এর জনপ্রিয়তাও। বর্তমানে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক ও ইনস্ট্রগ্রাম। এখনো পর্যন্ত বিনামূল্যেই এই দুটো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। তবে এবার থেকে আর বিনামূল্যে নয়! ফেসবুক, ইনস্টাগ্রাম চালাতে ট্যাকের পয়সা খরচ করতে হবে। এমনই এক রিপোর্ট উঠে এসেছে দ‍্য ওয়াল স্ট্রিট জার্নালে। এই রিপোর্টে কী বলা হয়েছে? জেনে নিন।

এবার থেকে ফেসবুক (Facebook) ও ইনস্ট্রগ্রাম ব্যবহার করার জন্য প্রতি মাসে ব্যবহারকারীদের খরচ করতে হবে ১৪ ডলার যা ভারতীয় মূল্যে ১৬৬৫ টাকা। এমনই বলা হয়েছে দ‍্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে। এই নিয়ম চালু করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (European Union) অধীনে থাকা দেশগুলোর ব্যবহারকারীদের জন্য। রিপোর্ট অনুযায়ী, প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে প্ল্যান সাবস্ক্রিপশন করলে ফেসবুক ও ইনস্ট্রাগামে (Instagram) বিজ্ঞাপন দেখা যাবে না। অর্থাৎ এটি একপ্রকার বিজ্ঞাপন ফ্রি সাবস্ক্রিপশন প্ল্যান।

সুপ্রিম কোর্ট -এর নয়া নির্দেশ! বাতিল হল ৫৫৮ জন শিক্ষকের অবৈধ চাকরি

এই রিপোর্টে বলা হয়েছে, মেটা এ বিষয়ে ব্রাসেলসের ডিজিটাল-প্রতিযোগিতা নিয়ন্ত্রক, আয়ারল্যান্ডের গোপনীয়তা নিয়ন্ত্রক এবং ইইউ গোপনীয়তা নিয়ন্ত্রকদের সাথে এ বিষয়ে আলোচনা করেছে। সেখানেই এমন প্রস্তাব আনা হয়েছে। মেটা নতুন এই প্ল্যানের নাম দিয়েছে “সাবস্ক্রিপশন নো অ্যাডস” বা SNA। আগামী মাসেই এটি লঞ্চ করা হবে। এই প্ল্যান চালু হলে আগামী মাস থেকে অ্যাডস (Ad Free Subscription) ছাড়াই ফেসবুক ও ইনস্ট্রগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে। মোবাইল ও ডেক্সটপ ব্যবহার কারীদের জন্য আলাদা আলাদা সাবস্ক্রিপশন লাগবে। অন্যদিকে অ্যাডিশনাল অ্যাকাউন্টের জন্য আলাদা ভাবে চার্জ দিতে হবে।

মাত্র ৭ টাকা বিনিয়োগে মিলবে প্রতিমাসে ৫ হাজার টাকা, জেনে নিন সরকারের নতুন প্রকল্প সম্বন্ধে

এ বিষয়ে মেটার এক আধিকারিক (Meta Official) জানিয়েছেন, “মেটা ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দ্বারা সমর্থিত বিনামূল্যে পরিষেবার মূল্যে বিশ্বাস করে। যাইহোক, আমরা বিকশিত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলছি তা নিশ্চিত করার জন্য বিকল্পগুলি অন্বেষণ করা চালিয়ে যাচ্ছি। আমাদের এই সময়ে শেয়ার করার আর কিছুই নেই।” আসলে ইউরোপিয় ইউনিয়ন মেটাকে জানিয়েছিল, ব্যবহারকারীদের অনুমতি ছাড়া যেন অ্যাডস দেখানো না হয়। যদি বিজ্ঞাপন জোর করে চাপিয়ে দেয় তাহলে মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউরোপীয় ইউনিয়ন। তারপরই তড়িঘড়ি করে SAN প্ল্যান বাজারে এনেছে মেটা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment