এবার সরকারি কর্মচারীদের কাজে ফাঁকি দেওয়া মেনে নেবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee). বহুবার সরকারি কর্মচারীদের কাজ নিয়ে অভিযোগ শোনা গেছে। অনেক সরকারি কর্মচারী নিজের কাজ সঠিকভাবে না করার কারণে হেনস্থার শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সরকারি কর্মচারীরা কাজে ফাঁকি দিলে কোনভাবেই বরদাস্ত করা হবে না। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে এই ব্যাপারে বেশ রাগারাগি করেছেন মমতা ব্যানার্জি। জেনে নিন বিস্তারিত।
Mamata Banerjee
বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠক ছিল। এদিন বৈঠকে সরকারি কর্মচারীদের কাজে ফাঁকি দেওয়া নিয়ে এক প্রস্থ রাগারাগি করেছেন তিনি। এরপর বৃহস্পতিবার প্রশাসনিক শীর্ষকর্তাদের জানিয়ে দিয়েছেন এখন থেকে সার্ভিস রুল কঠোরভাবে মানতে হবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এবার থেকে সরকারি কর্মচারীদের জন্য পরিষেবায় কোন বিঘ্ন ঘটলে বা কোন সাধারণ মানুষ যদি পরিষেবা দেরিতে পান তার জন্য উক্ত সরকারি কর্মচারীর বেতন থেকে ২৫০ টাকা কেটে নেওয়া হবে।
এই নিয়ম বহুদিন ধরে লাগু হয়েছে। তবে তা কঠোরভাবে এতদিন মানা হয়নি। এবার থেকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে তিন দিন আগে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতা না দেওয়া হলে তারা কর্মবিরতি শুরু করবেন। অবশ্য এর কোন জবাব মুখ্যমন্ত্রী দেননি।
আর এই ঘটনার ঠিক পরেই প্রশাসনিক বৈঠকে কড়া ব্যবস্থা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). সূত্র মারফত জানা যাচ্ছে, আন্দোলনকারীদের হুমকি শুনে ভীষণ অসন্তুষ্ট হয়েছেন মমতা ব্যানার্জি। এই মাসেই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সংকটে রয়েছে। এই খবর কোন ব্যক্তির অজানা নয়। তা সত্ত্বেও সরকারকে সহযোগিতা করার পরিবর্তে অসহযোগিতা করছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ।
এতকিছুর পরেও শুধুমাত্র কর্মচারীদের কথা ভেবে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) বিডিও, এসডিও এবং জেলা শাসকদের উদ্দেশে বলেছেন, তাঁর কাছে খবর রয়েছে সরকারি কর্মচারীদের অনেকেই কাজে ফাঁকি দিচ্ছেন।
এমনকি শুক্রবার হলেই ইচ্ছেমতো সময় বেরিয়ে যাচ্ছেন তাঁরা। আবার সোমবার দেরি করে অফিসে ঢুকছেন। কাজে এমন অনীহা আর অসঙ্গতি মেনে নেবেন না তিনি। প্রয়োজনে শনিবারও সরকারি কর্মচারীদের দিয়ে কাজ করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee). প্রসঙ্গত উল্লেখ্য, ২০ শে জানুয়ারি থেকে ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘সমস্যার সমাধান’।
এই সময় প্রয়োজনে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করাও হতে পারে। এখন থেকে কাজে ফাঁকি আর মেনে নেবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেউ অসহযোগিতা করলে সেকশন ৫৬ শে অনুযায়ী তাকে টার্মিনেট করার আগেও ভাববেন না তিনি। তবে এই ধারায় চাকরি না গেলেও সার্ভিস ব্রেক পড়ে যাবে।
এই মুহুর্তে শিক্ষকদের বেতন বৃদ্ধি সম্ভব নয়, সাফ জানিয়ে দিলো রাজ্য সরকার।
যে কারণে ভবিষ্যতে অবসরকালীন সুবিধা ও প্রমোশনে সমস্যা দেখা দিতে পারে। বিডিও, এসডিও এবং জেলাশাসকদের এই নির্দেশ দিয়েছেন তিনি। সরকারি কর্মচারীদের একাংশের কাজে অনীহার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এখন থেকে এইদিকে কড়া নজর দেবেন মুখ্যমন্ত্রী।