LPG Gas Price 2024: মাত্র 500 টাকায় মিলবে গ্যাস, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য নির্দিষ্ট 300 টাকার ভর্তুকি চালু

Share:

LPG Gas Price: আজ নারী দিবস। নারী দিবস উপলক্ষে বিশেষ খবর নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের আগেই বড় সিদ্ধান্ত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন আর্থিক বছর 2024-25 এর জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের 300 টাকা ভর্তুকি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ADVERTISEMENTS

LPG Price in West Bengal 2024

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অধীনে আগামী 31 শে মার্চ 2025 অবধি এই ভর্তুকি পাওয়া যাবে বলে জানানো হয়েছে। নারী দিবস উপলক্ষে সকাল সকাল প্রধানমন্ত্রী ঘোষণা করেন রান্নার গ্যাসের দাম কমে যাওয়ার কথা। যেখানে তিনি আজ সকালে একটি পোস্ট করে লেখেন, “এটা সারা দেশে লক্ষ-লক্ষ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে। বিশেষ করে আমাদের নারী শক্তিকে এতে উপকৃত হবে। রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে তোলার মাধ্যমে, আমরা পারিবারিক কল্যাণ এবং এক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি। এতে মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি, তাদের জন্য জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠবে।”

March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন

উজ্জ্বলা যোজনার (LPG Gas Price) অধীনে গ্রাহকেরা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন মাত্র 500 টাকায়। নিশ্চয়ই ভাবছেন এ আবার কীভাবে সম্ভব? আসলে উজ্জ্বলা যোজনার অধীনে যে সমস্ত গ্রাহকেরা রয়েছেন তাদেরকে দেওয়া হয় 300 টাকার ভর্তুকি। অর্থাৎ গ্যাস সিলিন্ডারের দাম 900 টাকার আশেপাশে হলে সেই গ্যাস সিলিন্ডারের দাম হয়ে দাঁড়ায় 600 টাকা।

আজ নারী দিবস উপলক্ষে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে আরও 100 টাকা। সুতরাং হিসেব অনুযায়ী গ্যাস সিলিন্ডারের দাম যদি এখন হয়ে যায় 800 টাকা। তাহলে এই প্রকল্পের অধীনে থাকা মানুষেরা মাত্র 500 টাকায় পাবেন গ্যাস সিলিন্ডার। 300 টাকা ভর্তুকি জমা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে।

কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (LPG Gas Price)?

এই স্কিমের আবেদন করতে হলে সবার প্রথমে চলে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে। তারপর হোম পেজ থেকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অপশনে। এরপরে ব্যবহারকারীর সামনে খুলে যাবে একটি ডায়লগ বক্স। সেখানে ব্যবহারকারীকে এইচপি ইন্ডিয়ান বা ভারত গ্যাসের মতো ডিস্ট্রিবিউটার নির্বাচন করে নিতে হবে।

এরপর ব্যবহারকারীর প্রয়োজনীয় (LPG Gas Price) তথ্য যেমন নাম, আধার নম্বর, মোবাইল নম্বর এবং অন্যান্য বিবরণ দিয়ে দিতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর এতে কোনও ভুল তথ্য যাতে না থাকে সেটিও দেখতে হবে। ওয়েব সাইটে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিগুলি সফট কপি। এরপরেই শুরু হবে যাচাইকরণ প্রক্রিয়া।

এখানে দেওয়ার সমস্ত তথ্য অনুযায়ী ভালো করে পরীক্ষা করতে হবে এবং নতুন গ্যাস সংযোগ করে প্রদান করা হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্প সুবিধা পেতে আবেদন করা যাবে অফলাইনেও।

এতে সরকারের ওপর ঠিক কতটা বোঝা বাড়বে (LPG Gas Price)?

সরকারের এই প্রকল্পের ফলে উপকৃত হবেন দেশের 10 কোটি পরিবার। এই সিদ্ধান্তের ফলে সরাসরি সরকারি কোষাগার থেকে দেওয়া হবে 12 হাজার কোটি টাকা।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment