LPG Gas: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই কমানো হচ্ছে, গ্যাস সিলিন্ডারের দাম। মার্চ মাস থেকে শুরু করে এখনো অবধি বেশ অনেকটা কমে গিয়েছে, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।
LPG Gas
আজ মে মাসের ১ তারিখ। সকাল হতে না হতেই ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে জানানো হয়েছে প্রতিটি ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এর দাম কমানো হচ্ছে বেশ অনেকটা। শুধু তাই নয় অন্য এক ধরণের সিলিন্ডারের দাম আজ এক ধাক্কায় পঞ্চাশ টাকা পর্যন্ত কমে গিয়েছে বলেই সূত্রের খবর।
লোকসভা নির্বাচনের দুটো দফার ভোট হয়ে গেলেও এখনো পাঁচ দফার নির্বাচন বাকি রয়ে গিয়েছে। তার আগেই গ্যাসের দাম কমে যাওয়ায় রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে এখন দাঁড়িয়েছে ১৮৫৯ টাকা। অন্যদিকে ৪৭.৫ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও কমে গিয়েছে। বর্তমানে বড় বড় হোটেলে এই গ্যাস সিলিন্ডার কিনতে মাত্র ৪৬৪৪ টাকা লাগবে।
ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম যদিও অপরিবর্তিত রয়েছে। ভোটের আবহে ঘরোয়া গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ৮২৯ টাকায়। অন্যদিকে ৫ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডার কলকাতায় বিক্রি হচ্ছে ৩০৮.৫ টাকায়। যার দামে কোনওরকম পরিবর্তন হয়নি (LPG Gas)।
ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমে ছিল মার্চ মাসে। এক লাফে প্রায় ১০০ টাকা কমানো হয়েছিল ঘরোয়া গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম। মার্চ মাসের নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন উজ্জ্বলা প্রকল্পের ভর্তুকীর কথাও (LPG Gas)।
এখন সবার মনে প্রশ্ন আসতেই পারে কিভাবে উজ্জ্বলা প্রকল্পে আবেদন করবেন! কারা ই বা উজ্জ্বলা প্রকল্পের সুবিধা পাবেন! সবার আগে এটা জেনে রাখা দরকার যে উজ্জ্বলা প্রকল্পের সুবিধা সবাই পাবেন না। উজ্জ্বলা প্রকল্প মূলত শুরু করা হয়েছিল দেশের মহিলাদের জন্য। যে সমস্ত মহিলারা দরিদ্র পরিবার থেকে রয়েছেন তাদের জন্যই মূলত এই প্রকল্প (LPG Gas)।
এই প্রকল্পের আওতায় রান্নার গ্যাস সিলিন্ডারের ওপর মত 300 টাকা করে ভর্তুকি দেয়া হয়ে থাকে। এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই বিপিএল কার্ডের গ্রাহক হতে হবে। এর সঙ্গে আগে থেকে পরিবারে কোনরকম গ্যাস সিলিন্ডার কানেকশন থাকলে চলবে না। ভারতের স্থায়ী নাগরিক হতে হবে (LPG Gas)।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak