LPG Cylinder Supply Disruption: সিলিন্ডারের আকাল পড়ে গেল কলকাতায়! বড়সড় সমস্যার সম্মুখীন গ্রাহকেরা। বেশ কিছুদিন আগেই কলকাতায় সিএনজি আকালের অভিযোগ এনে রাস্তায় নেমেছিলেন অটোচালকেরা। অবরোধ করেছিলেন বাইপাস রোডে রুবির মোড়ে। দেখিয়েছিলেন দীর্ঘক্ষণ বিক্ষোভ। দক্ষিণবঙ্গে যখন চলছে সিএনজির আকাল। তখন বাংলার অন্য প্রান্ত দেখা গেল একই রকম চিত্র।
LPG Cylinder Supply disruption in WB 2024
গ্রাহকেরা অভিযোগ তুলেছেন প্রায় এক (LPG Cylinder Supply Disruption) সপ্তাহ আগে গ্যাস সিলিন্ডার বুক করেও ঠিকমতো ডেলিভারি পাচ্ছেন না তারা। যেখানে আগে মাত্র দু’দিনের মধ্যে গ্যাস বুক করার পরেই বাড়িতে পৌঁছে দেওয়া হতো সিলিন্ডার। তাদের কথা অনুযায়ী, এখন সময় মতো এসে পৌঁছাচ্ছে না গ্যাস। কিন্তু কেন হচ্ছে এই সমস্যা! ইতিমধ্যেই উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে এই গুরুতর সমস্যা।
আলিপুরদুয়ারে গ্রামীণ এলাকায় বেশিরভাগ মানুষজনই এমন সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গিয়েছে। তবে কেন হঠাৎ করে তৈরি হল এরকম পরিস্থিতি! ইন্ডিয়ান অয়েল এলপিজি রিপোর্ট অনুযায়ী আলিপুরদুয়ারে জেলাগুলিতে এলপিজি সিলিন্ডার সরবরাহের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। ব্লকে ব্লকে রয়েছে গ্যাস ডিলারদের দোকান। এই জেলায় সিলিন্ডার রয়েছে জলপাইগুড়ির রানীনগর প্ল্যান্ট থেকে।
জানা যাচ্ছে বর্তমানে অসম এবং মালদার ইন্ডিয়ান অয়েলের প্ল্যান্টে চলছে সংস্কারের কাজ (LPG Cylinder Supply Disruption)। তাই জন্যই সেখান থেকে সিলিন্ডার সরবরাহ ব্যাহত হয়েছে বলে সূত্রের খবর। সেই ঘাটতি মেটাতে গিয়েই জলপাইগুড়ির প্ল্যান্ট থেকে এই দুই জায়গায় পাঠানো হয়েছে সিলিন্ডার। আলিপুরদুয়ারের মতো জেলায় গ্যাস সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে।
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যেখানে আলিপুরদুয়ারে (LPG Cylinder Supply Disruption) প্রতিদিন এক লরি গ্যাস সিলেন্ডার এসে পৌঁছাত সেখানে গাড়িতে গাড়িতে পৌঁছে যেত বিভিন্ন ব্লকে। এখন সেই পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে শহুরে এলাকায় গ্যাস সিলিন্ডারের সরবরাহ ততটা ব্যাঘাত না ঘটলেও সমস্যা দেখা দিয়েছে গ্রামীন এলাকাগুলিতে। প্রত্যেকদিন এক লরি সিলিন্ডারের জায়গায় এখন সপ্তাহে মাত্র দুই লরি সিলিন্ডার আসছে। যার জন্য এমন সংকটের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন প্রত্যেক গ্রাহকেরা।
খুব স্বাভাবিকভাবেই এরকম চলায় আলিপুরদুয়ারের মানুষজনেরা সময় মতো গ্যাস সিলিন্ডার পেয়ে উঠছেন না (LPG Cylinder Supply Disruption)। এর জন্য তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গ্রামীন এলাকাগুলিতে অনেকেই জ্বালানির কাঠ সংগ্রহ করে রান্না করতে বাধ্য হচ্ছেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে জানা গিয়েছে রবিবার ছুটির দিনেও চলছে গ্যাস সিলিন্ডারের প্লান্টে কাজ। তাই খুব স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।