LPG Cylinder Price – আজকেই এক ধাক্কায় কত কমলো রান্নার গ্যাসের দাম। জেনে নিন।

Share:

অবশেষে মধ্যবিত্তের মুখে হাসি ফুটতে চলেছে। দাম কমলো LPG Cylinder এর। 2023 এবার শেষ হতে চলেছে। এই বছরটি মিলিয়ে মিশিয়ে চলেছে সকলের জন্য। ভালো থেকে খারাপ খবর সবকিছুই এবার যেন অপেক্ষা করছিল সাধারণ মানুষের জন্য। এ বছর শেষের আগে দারুন চমক অপেক্ষা করছে ভারতবাসীদের জন্য। বছর শেষে বড় স্বস্তি এবার গ্যাসের দামে। তাহলে কি গ্যাসের দাম কমল? আর কমলেও কত টাকা কমেছে? সেই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন আজকের প্রতিবেদনে।

LPG Cylinder Price Subsidy Cut in Last Year 2023

এখনকার সময় দাঁড়িয়ে প্রতিটি মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে যুক্ত হয়েছে LPG Cylinder. বেশ কয়েক বছর আগে মানুষ গ্যাসে রান্না করত না। সেই সময় ভরসা করতে হত কাঠ, কয়লা ও ঘুটের মত সামগ্রীর ওপর। কিন্তু এখন গ্যাস ছাড়া মানুষের চলেনা। LPG Cylinder এর ব্যবহার মানুষকে অনেকটা সাহায্য করেছে। এখন খুব কম সংখ্যক মানুষই এমন রয়েছে যারা LPG Cylinder ব্যবহার করেন না।

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে পেট্রোলিয়াম কোম্পানি গুলি। এই রাষ্ট্র চালিত তেল বিবরণ সংস্থাগুলি অর্থাৎ OMC 19 কিলোগ্রাম বাণিজ্যিক LPG Cylinder এর দাম কমানোর ঘোষণা করেছে। এই নতুন দাম আজ থেকে কার্যকর হবে। এর ফলে এবার হোটেল আর রেস্তোরাঁর মালিকরা কিছুটা স্বস্তি পাবে। আপনাদের জানিয়ে রাখি এই নতুন দাম সমগ্র দেশে কিন্তু কার্যকর হবে না।

দেশের চারটি বড় শহর কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইতে এই দাম কার্যকর হবে। দীপাবলীর আগে দিয়ে সিলিন্ডার প্রতি 101.5 টাকা বৃদ্ধি পেয়েছিল। যা নভেম্বরে কমে যায়। 16 ই নভেম্বর থেকে এই চারটি শহরে 19 কেজি গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে কলকাতায় 1,885.5 টাকা, দিল্লিতে 1,775.5 টাকা, মুম্বাইতে 1,728 টাকা ও চেন্নাইতে 1,942 টাকা কার্যকর হয়েছে। আজ থেকেই নতুন দাম লাগু হবে।

রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে নয়া নিয়ম জারি করলেন প্রধানমন্ত্রী!

এক ধাক্কায় 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 39.5 টাকা কমানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির বাজারে মানুষের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। সেখানে গ্যাসের দামের কারণে মাসের শেষে পকেটের টান পড়ত মধ্যবিত্ত মানুষের। তবে এখন সেই অবস্থার অনেকটাই উন্নতি ঘটেছে। কেন্দ্র সরকার সম্প্রতি রান্নার গ্যাসের দাম বেশ খানিকটা কমিয়েছে। কয়েক মাস আগেও রান্নার গ্যাসের দাম ছিল 1 হাজার টাকার বেশি।

LPG Gas Cylinder (এলপিজি গ্যাস সিলিন্ডার)

কেন্দ্র সরকারের তরফ থেকে 200 টাকা ভর্তুকি দেওয়ার জন্য এখন সেই দাম নেমে এসেছে 900 এর ঘরে। ফলে আর সমস্যায় পড়তে হচ্ছে না মধ্যবিত্ত মানুষকে। তবে আগের তুলনায় গ্যাসের দাম কমলেও অনেকের পক্ষেই 900 টাকা দিয়ে গ্যাস কেনা সম্ভব নয়। অনেকেই আশা করছেন পরবর্তী সময়ে রান্নার গ্যাসের দাম আরও কিছুটা কমতে পারে। তবে সেই সম্পর্কে কোন খবর এখনও পাওয়া যায়নি।

আর লাইনে দাঁড়াবেন না। রান্নার গ্যাস বুকিং থেকে eKYC আধার লিংক, সব করুন WhatsApp ও মোবাইলের মাধ্যমে।

এখন থেকে 19 কেজি LPG Cylinder এর দাম দিল্লিতে ধার্য করা হয়েছে 1757 টাকা, মুম্বাইতে 1710 টাকা, কলকাতায় 1868 টাকা আর চেন্নাইতে 1929 টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও এই মুহূর্তে 14 কেজি গার্হস্থ্য LPG Cylinder এর দাম অপরিবর্তিত আছে। এবার হোটেল আর রেস্তোরার ব্যবসার অতিরিক্ত খরচ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
Written by Aindrila Dhani.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment