দেশের কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সাধারণ নাগরিকদের জন্য বিভিন্ন ধরণের জনমুখী প্রকল্প (Lokprasar Prakalpa) নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প গুলির মধ্যে রয়েছে লক্ষী ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি। তবে এগুলি ছাড়াও সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের অধীনে রয়েছে আরো এক প্রকল্প, যার নাম অনেকেই শোনেননি। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১০০০ টাকা করে পাওয়া যায়। সঙ্গে রয়েছে আরো অনেক সুযোগ-সুবিধা।
West Bengal Lokprasar Prakalpa
আজ কথা বলছি পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার প্রকল্প (Lokprasar Prakalpa) সম্পর্কে। ২০১৭ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ প্রকল্পটি লঞ্চ করেন। লোকপ্রসার প্রকল্প বিশেষ ভাবে লোক শিল্পীদের জন্য লঞ্চ করা হয়েছে। এর মধ্যে দিয়ে রাজ্যের লোক শিল্পীরা প্রতি মাসে পাবেন ভাতা সহ উপার্জনের সুযোগ। রাজ্যে লোক টিকিয়ে রাখতে এবং রাজ্যের লোক শিল্পীদের সন্মান জানিয়ে আর্থিক সাহার্য প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্প আনা হয়েছে। কারা এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে? কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করতে হবে? বিশদে জানতে প্রতিবেদনটি পড়ুন।
লোকপ্রসার প্রকল্পে কী কী সুবিধা মিলবে?
লোকপ্রসার প্রকল্পে (Lokprasar Prakalpa) যে সমস্ত লোক শিল্পীদের নাম নথিভুক্ত রয়েছে সরকারের পক্ষ থেকে তাদের একটি পরিচয়পত্র প্রদান করা হয়। এই সমস্ত লোক শিল্পীদের আর্থিক সুবিধা জন্য প্রতি মাসে ১০০০ টাকা পেনশন দেওয়া হয়। শুধু তাই নয়, ৬০ বছরের কম বয়সী লোক শিল্পীদের সরকারের বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। অনুষ্ঠান করে লোক শিল্পীরা বহাল ভাতা স্বরূপ ১০০০ টাকা সহ অনুষ্ঠান করে টাকা উপার্জনের সুযোগ পায়।
লোকপ্রসার প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই লোকপ্রসার প্রকল্পে আবেদন করা যাবে। এই রাজ্যের যে কোনো নাগরিক এই প্রকল্পের জন্য যোগ্য। তবে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই কোনো না কোনো লোক শিল্প যেমন বাউল গান, ছৌ নাচ, ঝুমুর গান, রণ নৃত্য ইত্যাদি শিল্পের যে কোনো একটির সঙ্গে যুক্ত থাকতে হবে।
লোকপ্রসার প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে?
ইচ্ছুক ব্যক্তি অফলাইনের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এর জন্য আবেদন পত্র নিয়ে যেতে হবে নিজ জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর বা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে। প্রথমে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সেটি পূরণ করে নিতে হবে।
অবশ্যই পড়ুন » Bangla Krishi Sech Yojana – রাজ্যের কৃষকদের বিনামূল্যে সেচ যন্ত্র দিচ্ছে সরকার!! কিভাবে আবেদন করবেন?
এরপর এর সঙ্গে আধার কার্ড বা ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের ছবি, পাসপোর্ট সাইজের ছবি এবং পঞ্চায়েত প্রধানের কাছ থেকে তোলা লোক শিল্পী সার্টিফিকেট আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে উক্ত দপ্তরে গিয়ে জমা করতে হবে।